কবি সুকান্তের ভাষায় -‘বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ।’ সত্যিই গত কয়েকদিন ধরে প্রতিবাদে উত্তাল সারা ভারত। আর গতকাল, রবিবার তো ছিল সর্বত্র প্রতিবাদের ঝড়। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ। রবিবার তাঁর বেলেঘাটার বাড়ির সামনে বিক্ষোভ দেখান জনতা। তিলোত্তমাকে ধর্ষণ-খুনের ঘটনায় প্রতিবাদে সরব গোটা দেশ। সুবিচারের দাবিতে জায়গায় জায়গায় প্রতিবাদ মিছিল সাধারণ মানুষের। রবিবারও সেই ছবি দেখা গিয়েছে। বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়ির সামনেও প্রতিবাদ মিছিল করেন জনতা। এই প্রথম আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বাড়ি অবধি গিয়ে পৌঁছল তিলোত্তমাকাণ্ডে প্রতিবাদের ঝড়। মুখে তাদের শ্লোগান – ‘উই ওয়েন্ট জাস্টিস।’
উল্লেখযোগ্য ভাবে রবিবার ডার্বির বড়ো ম্যাচ বন্ধ হবার পরেই তিন প্রধানের নতুন শ্লোগান – ‘তিন প্রধানের একই স্বর/জাস্টিস ফর আরজিকর।’রবিবার পথে নামেন ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডানের মতো ফুটবল ক্লাবের সমর্থকরা। যুবভারতীর সামনে তুমুল বৃষ্টিতে ভিজে চলে বিক্ষোভ প্রদর্শন। অন্যদিকে টেকনিশিয়ান স্টুডিয়ো থেকে শ্যামবাজারের দিকে মিছিল করে যান টলিউডের তারকারা। এছাড়াও উত্তর, দক্ষিণ, মধ্য কলকাতা থেকে মহেশতলা, গয়েশপুর, বিগার্ডেন রোড, সর্বত্রই ‘আমরা বিচার চাই’য়ের পোস্টার। বেলেঘাটাও তার ব্যতীক্রম নয়। এদিন সন্ধ্যায় মিছিল বেরোয় সেখানেও। একটি মিছিল গিয়ে পৌঁছয় সন্দীপ ঘোষের বাড়ির সামনে। একটাই স্লোগান ওঠে সেই মিছিল থেকে, ‘উই ওয়ান্ট জাস্টিস’।
আরো উল্লেখযোগ্য কথা হলো রবিবারই মেলবোর্ন থেকে লন্ডন সর্বত্র হয়েছে প্রতিবাদ মিছিল। এদিকে বৃষ্টি মাথায় নিয়ে এদিন প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভকারীরা সন্দীপ ঘোষের বাড়ির সামনে ছিলেন। বাড়ির ভিতরে কেউ ছিলেন কি না তা স্পষ্ট নয়। তবে আলো জ্বলতে দেখা গিয়েছে ভিতরে। ইতিমধ্যেই সন্দীপের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ আসতে শুরু করেছে। এই অভিযোগ কোনও চিকিৎসক, চিকিৎসক পড়ুয়া বা প্রাক্তনীর। প্রতিবাদ জ্বরে কাঁপছে কলকাতায়, কাঁপছে বাংলা, কাঁপছে সারা বিশ্ব – অসহায় বাংলা প্রশাসন, অসহায় মুখ্যমন্ত্রী।