Monday, April 21, 2025
Homeখবরবিনীত গোয়েলের অপসারনের দাবিতে বেনজির বিদ্রোহ শুভেন্দুর

- Advertisment -

বিনীত গোয়েলের অপসারনের দাবিতে বেনজির বিদ্রোহ শুভেন্দুর

 

আজ, মঙ্গলবার এক ঐতিহাসিক ‘অপরাজিতা বিল’ ধ্বনি ভোটে পাশ করা হলো বিধান সভায়। আইনমন্ত্রী মলয় ঘটক মঙ্গলবার পেশ করেন ‘অপরাজিতা নারী ও শিশু বিল’ (পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধনী বিল, ২০২৪)।’ এদিন এই বিলের সংশোধনী নিয়ে আলোচনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিলে সমর্থন জানানোর পাশাপাশি বর্তমান পরিস্থিতি নিয়ে কার্যত বেনজির আক্রমণ করেন শুভেন্দু। শুভেন্দু বার বার করেই সাম্প্রতিক ঘটনা উল্লেখ করেন। নিয়ে আসেন জুনিয়র ডাক্তারদের প্রসঙ্গ।

সংখ্যা গরিষ্ঠতা দিয়ে তৃণমূল অনেক কিছুই করছেন। সেই প্রসঙ্গ শুভেন্দু টেনে এনে বলেন,
‘সংখ্যা শেষ কথা বলে না। শেষ কথা বলে জনগন। বুদ্ধবাবু বলেছিলেন আমরা ২৩৫ তোমরা ৩০। তখন আমিও ছিলাম। এই বিল নতুন কিছু নয়। এই বিল হল আন্দোলন থামাও সরকার বাঁচাও। নজর ঘোরাও।’ শুভেন্দু বলেন, আর জি করের ঘটনায় পাকিস্তানের চিকিৎসকেরাও নিন্দা করেছেন। সেই লজ্জা রাখার জায়গা আসমাদের নেই। তিনি বলেন, “পাকিস্তানের ডাক্তারদের সংগঠন বিবৃতি দিচ্ছে এ লজ্জা রাখব কোথায়? সরকারি জায়গায় যে ভাবে ডিউটিতে ডেকে নিয়ে এসে চিকিৎসক ছাত্রীকে পাশবিক অত্যাচার করে হত্যা করেছে তার নিন্দা হওয়া উচিত। সারা বিশ্ব থেকে যে প্রতিক্রিয়া আসছে তাতে আমাদের লুকানোর ভাষা নেই। উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস ফর আরজি কর। জুনিয়র ডাক্তাররা বসে আছেন সারা রাস্তায়। তাদের দাবি পুলিশ কমিশনারের পদত্যাগ। তাঁকে কি সরানো যায় না?” তার পরেই তিনি যোগ করেই এই বিল আসলে মূল সমস্যা থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments