Tuesday, January 21, 2025
Homeখবরবিনীত গোয়েলের আপসারণ চেয়ে কলকাতা হাই কোর্টে অমৃতা পান্ডে

- Advertisment -

বিনীত গোয়েলের আপসারণ চেয়ে কলকাতা হাই কোর্টে অমৃতা পান্ডে

 

আর জি কর কাণ্ডে যত উত্তাল হচ্ছে কলকাতা ততই যেন নির্লিপ্ত হয়ে উঠছে একটা শ্রেণী। ২২ঘন্টা অবস্থান বিক্ষোভের পরে মঙ্গলবার শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তারদের কাছ থেকে তিনি তাদের দাবি সনদ গ্রহণ করেন। কিন্তু পদত্যাগ করেন নি। এই পরিস্থিতিতেই বুধবার তার আপসারণ চেয়ে আদালতের দ্বারস্থ হলেন অমৃতা পান্ডে নামে এক আইনজীবী। কলকাতা হাইকোর্টের বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে আর্জি জানান এক আইনজীবী। প্রধান বিচারপতি প্রশ্ন করেন, “বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মামলা। সেখানে কেন জানাচ্ছেন না?” প্রধান বিচারপতি স্পষ্ট করে দেন, আপাতত মামলা শীর্ষ আদালতে বিচারাধীন। তাই হাইকোর্টে এ বিষয় কোন শুনানি নয়। কিছুদিন অপেক্ষা করার নির্দেশ দেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার শীর্ষ আদালতে কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে মামলার আর্জি জানানো হতে পারে। এখন দেখার কোন দিকে যায় এই অভিযোগ।

প্রথম দিন থেকেই এই মামলায় পুলিশের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। এমন কি এই প্রশ্ন পর্যন্ত উঠেছে, পুলিশ কি কাউকে আড়াল করতে চাইছে? আরজি কর মামলায় প্রথম থেকেই তদন্ত করছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এই মামলায় পুলিশি তদন্ত নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। সে অভিযোগ নির্যাতিতার বাবা-মা থেকে শুরু করে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা সকলেই করেছেন। এরই মধ্যে সবথেকে বড় উল্লেখ্যযোগ্য ঘটনা, মঙ্গলবার আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের স্নায়ুযুদ্ধের কাছে লালবাজারের পরাজয়। শেষ পর্যন্ত এই আন্দোলন হয়ে উঠেছে সাধারণ সংবেদনশীল মানুষের আন্দোলন, মেরুদন্ড আছে এমন মানুষের আন্দোলন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments