উত্তরবঙ্গে মন্ত্রী উদয়ন গুহ মানেই যেন বিতর্কিত মন্তব্য। তাঁর কথায় তিনি কখনো লাগাম দেন নি। গত বুধবার আর জি কর কান্ড নিয়ে যখন সারা বাংলার মহিলারা রাস্তায় নেমেছিলেন, তখন মন্ত্রী উদয়ন বলেছিলেন, ‘আগে নিজের ঘর সামলান, পরে রাস্তায় নামবেন’। সেই নিয়ে তীব্র সমালোচনার ঢেউ ওঠে। কিন্তু থোড়াই কেয়ার উদয়ন গুহর।
রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলা জুড়ে তৃণমূল অপরাধীর শাস্তির দাবিতে অবস্থা বিক্ষোভ করেন। দিনহাটায় তেমনই এক অবস্থানে আবার তীব্র মহিলা বিরোধী শ্লেষ শোনা গেলো তাঁর গলায়। তিনি বলেন, ‘গ্রামের মহিলারা মদের ঠেক ভেঙে দেন, জুয়োর ঠেক ভেঙে দেওয়ার জন্য ঝাঁটা নিয়ে মিছিল করেন। কিন্তু মদের ঠেক ভাঙার জন্য বা জুয়ার ভাটি ভাঙার জন্য আমি কোনওদিন কোনও জিন্স পরা মহিলাকে দেখিনি, আমি কোনওদিনও বয়কাট চুলের মেয়েকে দেখিনি। কারণ ওটার মধ্যে ঠিক আবেগটা আসে না, ব্যাপারটা জমে না। এটা তো গ্রামের গরিব মা মেয়েদের আন্দোলন।’ তিনি এখানে না থেমে শহুরে মহিলাদের তীব্র আক্রমন করে বলেন, সেই আন্দোলনেই শহুরে মহিলারা যান, যা টিভিতে দেখায়, কাগজে ছবি বের হয়। উদয়নের সংযোজন, “আগে ঘর সামলান। নিজের ঘর সামলান।” এমন একজন তীব্র নারী বিদ্বেষী মানুষ এখনও মন্ত্রীসভা আলো করে আছেন, এটাই বাংলার লজ্জা।