Thursday, March 27, 2025
Homeখবর৯ তারিখ মমতার মেগা প্রশাসনিক বৈঠক

- Advertisment -

৯ তারিখ মমতার মেগা প্রশাসনিক বৈঠক

 

‘মেগা’ শব্দটি ব্যবহারের তাৎপর্য সহজেই বোঝা যাচ্ছে যে, বর্তমান পরিস্থিতিতে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বছরে দু’বার করে প্রশাসনিক বৈঠক আগেও করেছেন। কিন্তু এবারের পরিস্থিতি যে একেবারে অন্যরকম। নবান্ন সূত্রে জানা গেছে, সোমবার ৯ সেপ্টেম্বর নবান্ন সভাগৃহে এই বৈঠক হবে। সূত্রের খবর, ওই বৈঠকে মন্ত্রিসভার সব সদস্য, সবকটি দপ্তরের সচিব-সহ বিশেষ সচিব পর্যায়ের সকলে উপস্থিত থাকবেন। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা, কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এই মুহূর্তে বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে সোচ্চার জুনিয়র ডাক্তারেরা। সেই পরিস্থিতিতে তাঁকে সভায় উপস্থিত থাকতে বলা বেশ তাৎপর্যপূর্ণ ।

আরো জানা যাচ্ছে, ওই সভায় মুখ্যমন্ত্রী আরো অনেককেই থাকতে বলেছেন। ভার্চুয়ালি সব জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের উপস্থিত থাকার কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই বছরে দু’‌বার করে এরকম প্রশাসনিক স্তরে বৈঠক হয়ে আসছে। এই বৈঠকের আগে মুখ্যমন্ত্রী জেলায় জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠক করে আসেন। এদিকে আরজি কর আবহে উত্তাল গোটা রাজ্য। প্রশ্নের মুখে পড়েছে পুলিশ-প্রশাসনের ভূমিকা। দিকে দিকে সুবিচারের দাবিতে পথে নামছে সাধারণ মানুষ। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, ঝড় উঠছে সর্বত্র। চাপ বাড়াচ্ছে বিরোধীরা। আবার ওই ৯ তারিখই সুপ্রিম কোর্টে শুনানি হতে চলেছে আর জি কর কাণ্ডের। সব মিলিয়ে আগামী ৯ তারিখ একটা উল্লেখযোগ্য দিন হতে চলেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments