জল্পনা ছিলই, শেষ পর্যন্ত রেলের চাকরিতে ইস্তফা দিয়ে কংগ্রেসেই যোগ দিলেন কুস্তিগীর ভিনেশ ফোগট এবং বজরং পুনিয়া৷ গতকাল বিকেলেই আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগদান করার কথা ছিল তাঁদের৷ আগামী মাসে হরিয়ানার বিধানসভা নির্বাচনের আগে ভিনেশ এবং বজরংকে দলে টেনে বড় চমক দিল কংগ্রেস৷
গত বুধবার কংগ্রেস নেতা রাহুল গান্ধির সঙ্গে বৈঠক হয় ভিনেশ এবং বজরংয়ের৷ তার পর থেকেই দুই কুস্তিগীরের হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা ছড়িয়েছিল৷ এ দিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতেই আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দেন ভিনেশ এবং বজরং৷অলিম্পিক্সে পদক বিতর্কের পর কংগ্রেসে যোগ দিয়ে ভিনেশ বলেন, কংগ্রেস দলকে আমি ধন্যবাদ জানাই৷ কথায় বলে খারাপ সময়ে বোঝা যায় কে আপন, কে পর৷ আমাদের জন্য রাস্তায় টানা হ্যাঁচ়ড়া করা হয়েছিল, বিজেপি বাদে সব দল আমাদের পাশে ছিল৷ আমি গর্বিত যে আমি এমন একটি দলে যোগ দিয়েছি যারা মহিলাদের পাশে থাকে এবং যারা সড়ক থেকে সংসদ পর্যন্ত লড়াইয়ে তৈরি৷