একটা খুব প্রচলিত রসিকতা আছে যে, তৃণমূল নেতা কুনাল ঘোষ বাতাসের থেকেও দ্রুত প্রতিক্রিয়া দেন। ইতিমধ্যে আর জি কর কান্ড ও জুনিয়র ডাক্তারদের নিয়ে তিনি একাধিক প্রতিক্রিয়া দিয়েছেন। এবার তাঁর প্রতিক্রিয়ায় আসলো বেশ ঝাঁঝালো সুর। সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ বললেন, “ভগবান না করুন পুলিশের কোনও পরিবারের কেউ শিরদাঁড়া নিয়ে গিয়ে ডাক্তারবাবুদের সামনে দাঁড়ান। আর বলেন এই হাসপাতালে এত বেশি বিল করবেন না, অহেতুক পেসমেকার বসাবেন না। যদি শিরদাঁড়া উপহার দিয়ে বলেন, অকারণে ওমুক ডায়াগনস্টিক সেন্টার থেকে টেস্ট করাতে বলবেন না। তার বিভিন্ন কারণ আছে।”কুণালের কথায়, “আসলে সকলকে নিয়ে সমাজে চলতে হয়।”
আরজি করে বিনা চিকিৎসায় এক দুর্ঘটনাগ্রস্ত যুবকের মৃত্যুর অভিযোগ ওঠে। আর তা নিয়ে আন্দোলনরত চিকিৎসকদের ভূমিকা ও কর্মবিরতি নিয়ে প্রশ্ন তোলেন কুণাল ঘোষ। অনেকেই বলেছেন, রিলে সিস্টেমে অবস্থান করুন। কিন্তু চিকিৎসকদের এই অবস্থান বিক্ষোভে সাধারণ গরিব মানুষের খুব অসুবিধা হচ্ছে।আন্দোলনরত চিকিৎসকদের ভূমিকা ও কর্মবিরতি নিয়ে প্রশ্ন তোলেন কুণাল ঘোষ। তিনি বলেন, “আরজি করে মর্মান্তিক ঘটনা ঘটেছে। ২৮ বছরের শ্রীরামপুরের এক যুবকের পায়ের ওপর দিয়ে লরির চাকা চলে যায়। তাঁকে আরজি করে রেফার করা হয়। সেখান থেকে সকাল ৯টা নাগাদ আরজি করে আনা হয়। ৩ ঘণ্টা সেখানে পড়েছিল। তাঁকে ভর্তি করানো হয়নি। অতিরিক্ত রক্তক্ষরণ হয়, মৃত্যু হয়। ” এই মর্মান্তিক ঘটনায় স্তম্ভিত নাগরিক মহল। কুনাল ঘোষ আবারও অনুরোধ করে বলেন, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সঙ্গে তিনি সহমত। তবে তাঁরা যেন রিলে সিস্টেমে অবস্থান করেন।