Thursday, March 27, 2025
Homeখবরসীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থা আশঙ্কাজনক

- Advertisment -

সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

 

সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থা আশঙ্কাজনক, এমনটাই খবর সিপিআইএম শিবির সূত্রে। সিপিআইএম সূত্রে এও জানানো হয়েছে, তিনি দিল্লির এইমসে রেসপিরেটরি সাপোর্টে রয়েছেন। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় সমস্যা তৈরি হয় ফুসফুসে। সঙ্গে জ্বর থাকায় কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৯ অগস্ট থেকে আইসিইউ-তে তাঁর চিকিৎসা চলছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা ঝুঁকি এড়াতে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয় তাঁকে।
দলের তরফে মঙ্গলবার একটি বিবৃতিতে জানানো হয়েছে, ৭২ বছরের বাম নেতার অবস্থা সঙ্কটজনক। এই মুহূর্তে সীতারাম ইয়েচুরিকে রাখা হয়েছে ইন্টেনসিভ কেয়ার ইউনিটের রেসপিরেটরি সাপোর্টে। একাধিক ডাক্তারের একটি টিম তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন। দলের পলিটব্যুরোর নেতার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন সকলেই।
সম্প্রতি ছানি অপারেশনও হয় সীতারাম ইয়েচুরির। সেই কারণে বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণের পরও তিনি কলকাতায় আসতে পারেননি। হাসপাতাল থেকেই বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভার জন্য ভিডিয়ো বার্তা পাঠান তিনি। তারপর ফুসফুসে সংক্রমণের কারণে ফের তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments