Wednesday, March 19, 2025
Homeখবরমঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টে পৌঁছে ভয়ঙ্কর অভিযোগ আনলেন বামপন্থী আইনজীবী বিকাশ ভট্টাচার্য

- Advertisment -

মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টে পৌঁছে ভয়ঙ্কর অভিযোগ আনলেন বামপন্থী আইনজীবী বিকাশ ভট্টাচার্য

 

সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা করেছে আর জি কর কান্ড নিয়ে। তারই শুনানি শুরু হবে আজ। এই অবস্থায় আইনজীবী বিকাশ ভট্টাচার্য দিল্লি পৌঁছে ভয়ঙ্কর অভিযোগ আনলেন। তিনি দাবি করেছেন, নির্যাতিতা ওই পড়ুয়ার বাড়িতে বিকাশ ভট্টাচার্যের নাম করে ওকালত নামায় সই করাতে গিয়েছিল কেউ বা কারা। তারই প্রেক্ষিতে তিনি অভিযোগ জানাতে উপস্থিত সুপ্রিম কোর্টে।

দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা। গত শুক্রবারই সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ও তেলঙ্গনার এক চিকিৎসক প্রধান বিচারপতির কাছে চিঠি লিখে আর্জি জানান, আরজি করের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করা হোক। অন্যদিকে তেলঙ্গনার সেকেন্দ্রাবাদের আর্মি কলেজ অব ডেন্টাল সায়েন্সেস-এর চিকিৎসক মনিকা সিংও একটি আবেদনপত্র লেখেন। স্বাস্থ্যকর্মীদের উপর যেভাবে নির্মম আঘাত আসছে, বিশেষ করে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনায় আদালতের হস্তক্ষেপের আবেদন করেন তিনিও। আইনজীবী মারফত পিটিশন দাখিল করেন। এরপরই গত ১৮ অগস্ট তঃপ্রণোদিতভাবে এই মামলা গ্রহণ করে সুপ্রিম কোর্ট।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments