Sunday, March 16, 2025
Homeখবর'এবারের অষ্টমীকে আমরা 'অভয়া অষ্টমী' হিসাবে পালন করনো ' - প্রস্তাব সুকান্ত...

- Advertisment -

‘এবারের অষ্টমীকে আমরা ‘অভয়া অষ্টমী’ হিসাবে পালন করনো ‘ – প্রস্তাব সুকান্ত মজুমদারের

 

বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয়মন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে বালুরঘাটে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলের শেষে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে অনেকটাই শালীনতা ছাড়িয়ে তিনি বলেন, ‘দিদিমনির কোলে বিনীত গোয়েল দোলে’। স্বাভাবিক কারণেই এই ধরনের অশালীন মন্তব্যে ক্ষুব্ধ তৃণমূল শিবির। এরই পাশাপাশি রাজ্য সরকার এবং শাসকদল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘তৃণমূলকে সাবধান করব, মানুষ ন্যায় না পেলে আইন হাতে তুলে নেবে। লাঠির জবাব প্রয়োজনে বিজেপি লাঠির মাধ্যমেই দেবে।’ এদিকে আন্দোলন প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, ‘মমতাকে নাড়াতে গেলে ২৭ তারিখ নবান্ন অভিযানের মতো করতে হবে। বসে থাকুন না সাতদিন স্বাস্থ্যভবনের ভেতরে। বয়েই গেল। মানুষকে বলব, অপেক্ষা করুন। আমরাও দেখছি। আমরা জানি কী করতে হয়। সমস্ত চাকরিপ্রার্থী সংগঠনগুলোর সঙ্গে কথা হচ্ছে। ঝাঁকিয়ে ঝাঁকিয়ে লোহার ব্যারিকেড ভাঙতে হবে। চাকরি দাও নইলে বাড়ি যাও।’ নিজেদের হাতে আইন তুলে নেওয়ার কথা বলায় ক্ষুব্ধ প্রশাসন।

এদিন সুকান্ত বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়র আবার সম্প্রতি নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে ‘উৎসবে ফিরতে’ বলেছিলেন। যেই আবহে পুজোর সমর্থনে ও বিপক্ষে বিভাজিত হয়ে পড়েছে অনেকেই। এক দল পুজো ও উৎসবের পক্ষে গলা ফাটাচ্ছে তো অন্য দল বলছে, আগে বিচার, তারপর উৎসব। এরই মাঝে পুজো প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেছেন, ‘এবারে একটু অন্যভাবে পুজো করুন। এই অষ্টমীকে অভয়া অষ্টমী হিসাবে আমরা পালন করব।’ এবার আবার তৈরী হলো নতুন বিতর্ক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments