আর জি কর কাণ্ডে উত্তাল সারা ভারত। উত্তাল কলকাতায়। সেই পরিস্থিতিতে আর জি করের প্রাক্তন প্রিন্সিপাল ডাঃ সন্দীপ ঘোষকে ইতিমধ্যে ৩৭ ঘন্টা জেরা করার পরেও মঙ্গলবার আবার তাঁকে সিজিও কমপ্লেক্স ডেকে পাঠানো হয়েছে। সূত্রের খবর, CBI তাদের সমস্ত প্রশ্নের উত্তর পাচ্ছেন না প্রাক্তন প্রিন্সপালের কাছ থেকে। ইতিমধ্যে আর জি করের আরো অনেকের সঙ্গে কথা বলেছে CBI. কথা বলেছেন মৃতা ডাক্তারের বাবা-মায়ের সঙ্গে। তারপরে আবার ডাঃ সন্দীপ ঘোষকে তলব করা নিয়ে স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছে।
সোমবার ডাঃ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এসেছে। তা নিয়ে ইতিমধ্যে তিন সদস্যর SIT গঠন করে রাজ্য সরকার। এই নিয়ে পরপর পাঁচদিন সিবিআই দফতরে হাজিরা দিতে চলেছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। মঙ্গলবার ফের তাঁকে তলব করা হয়েছে। সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। গত জিজ্ঞাসাবাদের জবাব সন্তোষজনক না হওয়ায় এই তলব বলে খবর। সব মিলিয়ে ডাঃ সন্দীপ ঘোষ যে যথেষ্ট কঠিন অবস্থায় আছেন তাতে সন্দেহ নেই।