Sunday, November 3, 2024
Homeখবরহুমায়ুন কবিরের হুমকি, সন্ত্রস্ত মুর্শিদাবাদের চিকিৎসক মহল

- Advertisment -

হুমায়ুন কবিরের হুমকি, সন্ত্রস্ত মুর্শিদাবাদের চিকিৎসক মহল

 

তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর আছেন নিজের মেজাজে। তিনি কখনোই রাখ-ঢাক করে কথা বলেন না। এবারও বলেন নি। জুনিয়র চিকিৎসকদের কর্ম বিরতি নিয়ে তিনি মুখ খুলেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কর্মবিরতির সিদ্ধান্তে অনড় জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্যভবনের সামনে অবস্থানে আন্দোলনকারীরা। এই পরিস্থিতিতে বুধবার আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধে সুর চড়ান মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বলেন, “যেকোনও মৃত্যুই দুঃখজনক। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নির্যাতিতার দোষীদের কঠোরতম শাস্তি আমরাও চাই।আন্দোলনকারীদের দাবি মেনে সিবিআই তদন্তও হচ্ছে। তা বলে আন্দোলনকারী চিকিৎসকরা দিনের পর দিন কর্মবিরতি পালন করে যাবেন, এই জিনিস আর বরদাস্ত করব না।” এর পরেই ডাক্তারদের হুমকি দিয়ে তিনি বলেন, ”পাবলিক মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবেন কেন? ডাক্তারদেরও ঘেরাওয়ের অধিকার সংবিধান আমাদের দিয়েছে।” ব্যাস, এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে চর্চা। শঙ্কিত হয়ে উঠেছেন চিকিৎসক মহল।

এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। তাঁদের কথায়, বিধায়কের মন্তব্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশি পদক্ষেপের আর্জি করেছেন চিকিৎসকরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments