Tuesday, January 21, 2025
Homeখবররাজ্যপালকে পাল্টা আক্রমণ মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিমের

- Advertisment -

রাজ্যপালকে পাল্টা আক্রমণ মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিমের

 

 

রাজ্যপাল কে পাল্টা আক্রমণ মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিমের। রাজ্যপাল কে তীব্র আক্রমণ করলেন মেয়র ফিরহাদ হাকিম। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের মুখ্যমন্ত্রী কে সামাজিক মাধ্যমে বয়কট করা বিষয়ে তিনি বলেন চোরের মেয়র বড় গলা। যার বিরুদ্ধে মহিলা শীলতাহানীর অভিযোগে এফ আই আর হয়েছে। তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী কে বয়কট করার কথা বলছেন। আসলে মহিলারা রাজ ভবনে যেতে ভয় পাই। যতদিন মোদী সরকার আছে ততদিনই তিনি নিরাপদে আছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে যারা পোস্ট করেছে। তাদের বাড়ির সামনে তৃণমূল কর্মীরা অবস্থান করছেন। এই বিষয়ে ফিরহাদ হাকিম জানান কারোর চরিত্র হরণ করা উচিত নয়। অমিত মালাভ্য নেতৃত্বে যারা চরিত্র হরণ করার চেষ্টা করছে। সেটা মানুষ বুঝতে পেরেছে। তাই এখন মুখ থুবড়ে পড়েছে। চরিত্র হরণ করে রাজনীতিতে বাঁচা যায় না। যারা চরিত্র হরণ করছে তাদের কে ভগবান ক্ষমা করে দিক বললেন মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী পদত্যাগ করার বিষয়ে ফিরহাদ হাকিম বলেন মমতা ব্যানার্জি ত্যাগের রাজনীতি করেছেন। এখনকার রাজনীতিতে দমন পীড়নের রাজনীতি। সারা বিশ্ব জুড়ে একটা অস্থিরতা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় টানা ২৬ দিন অনশন করেছিলেন। আর এখন দমন পীড়নের রাজনীতি হচ্ছে । মোদী সরকার গত দুবার শাসনের সময় দমন পীড়নের রাজনীতি করেছেন। তবে এখন বিচারের বাণী আর নীরবে কাঁদছে না। কারণ এখন বিরোধীরা বিচার পাচ্ছেন। তাই সিবিআই এর পর ই ডি কেস ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন পেয়েছেন। বিরোধী দের বিরুদ্ধে সিবিআই আর ই ডি যে সমস্ত কেস করেছে সেটা কোনো দিনই তারা প্রমাণ করতে পারবে না। তবে কেন যে তারা নিজেদের ক্রিডেন্টিয়াল নষ্ট করছে জানি না। নিজেদের প্রভু কে খুশি করার জন্য তারা এই সব করছে বলে সিবিআই এবং ই ডি বিরুদ্ধে অভিযোগ করলেন মেয়র ফিরহাদ হাকিম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments