অসম মন্ত্রীসভা, রাজ্যের বিভিন্ন থানায় নথিভুক্ত অনিয়ন্ত্রিত জমা এবং অনলাইন ব্যাবসায়িক লেনদেন সংক্রান্ত সব কেলেঙ্কারির তদন্ত সি বি আই এর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রীসভার এক বৈঠকে স্বরাষ্ট্র ও অর্থ দপ্তরকে এই ধরনের কেলেঙ্কারি ভবিষ্যতে এড়ানোর জন্যে যৌথ ভাবে একটি বিশেষ মান্য কার্যবিধি বা SOP তৈরি করতেও বলা হয়েছে।
উল্লেখ্য, রাজ্যে সম্প্রতি অনলাইন ট্রেডিং কেলেঙ্কারি সংক্রান্ত বেশ কয়েকটি এফ আই আর দায়ের করা হয়। এই নিয়ে রাজ্য জুড়ে চলে বিক্ষোভ প্রদর্শন। এখনও পর্যন্ত এ ব্যাপারে ৬১ জন কে গ্রেপ্তার করা হয়েছে, জারি হয়েছে ২২ টি লুক আউট নোটিশ এবং ১৪ টি বিশেষ তদন্তকারী দল সিট গঠন করা হয়েছে।