Saturday, December 14, 2024
Homeখবরকুনালের অভিযোগের ভিত্তিতে বাম নেতা কলতানকে গ্রেফতার পুলিশের

- Advertisment -

কুনালের অভিযোগের ভিত্তিতে বাম নেতা কলতানকে গ্রেফতার পুলিশের

 

আবার সেই পুরোনো খেলা নিয়ে মাঠে কুনাল ঘোষ। সন্দেশখালি খান্ডে তৃণমূল ও বিজেপি পরস্পর প্রায় এক ডজন অডিও ক্লিপ সামনে এনেছিল। এবার তৃণমূল নেতা কুনাল ঘোষ আবার এক অডিও ক্লিপ সামনে আনেন আর জি কর কান্ড নিয়ে। কুণালের দাবি, জুনিয়র ডাক্তারদের সাংবাদিক বৈঠকের সময় তাঁদের উপর হামলার ছক কষা হয়েছিল। এই অডিয়ো ক্লিপের কথোপকথন থেকে তা স্পষ্ট। এই ক্লিপ বাইরে আসতেই তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে বিধাননগর ইলেকট্রনিক্স থানার পুলিশ। এ ঘটনাতে আগে সঞ্জীব দাস নামে এক যুবককে গ্রেফতার করে। এবার গ্রেফতার সিপিএম নেতা কলতান দাশগুপ্ত। কুণালের সাফ দাবি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিড়ম্বনায় ফেলতেই পুরো ছক কষা হয়েছিল।
আগেই কুনাল দাবি করেছিলেন, অডিওটি ‘স’ ও ‘ক’ নামে দুই ব্যক্তির। পুলিশ আগেই ‘স’ অর্থাৎ সঞ্জীব দাস নামে একজন কে গ্রেফতার করেছিল। এবার ‘ক’ অর্থাৎ সিপিএম নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করা হলো।

কুনালের অডিও বাইরে আসতেই কলতান প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছিলেন, ”এটা বহু পুরনো পদ্ধতি। যখন এরকম আন্দোলন চলে তখন শাসকের তরফে থেকে এরকম কিছু পদক্ষেপ করা হয়। উনি সেরকম কিছু বলেছেন। কারা আন্দোলন করছে, কারা আন্দোলন ভাঙতে চাইছেন তা পশ্চিমবঙ্গের মানুষ জানেন। এখন আর নতুন করে মানুষকে বোকা বানানো যাবে না।”এদিকে কলতানের গ্রেফতারিতে বেজায় ক্ষুব্ধ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি স্পষ্ট বলেন, সমস্ত বিষয়টা পুলিশ ও কুনালের পরিকল্পিত স্ক্রিপ্ট।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments