ডাঃ সন্দীপ ঘোষকে এর আগেই দুর্নীতি কাণ্ডে CBI গ্রেফতার করেছিল। এবার সন্দীপ ঘোষ সহ আরো এক জনকে ধর্ষণ ও খুনের কাণ্ডে গ্রেফতার করলো CBI. যখন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর মিটিং নিয়ে কথা চলছে ঠিক সেই সময় CBI ওদের গ্রেফতারের কথা ঘোষণা করে। তাঁর সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও। শনিবার রাতেই দুজনকে গ্রেপ্তারের খবর প্রকাশ্যে এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, তথ্য প্রমাণ লোপাট এবং তদন্তকে ভুল পথে চালিত করার অভিযোগে সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে৷ সন্দীপ ঘোষের পাশাপাশি একই কারণে আজ টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও একই অভিযোগে গ্রেফতার করেছে সিবিআই৷ এই মুহূর্তে নাগরিক মহলে বাঁধভাঙা আনন্দ।
নাগরিক মহল প্রথম থেকেই ধর্ষণ ও খুনের মামলায় ডাঃ সন্দীপ ঘোষের গ্রেফতারের দাবি করে আসছিলেন। সিবিআই সূত্রে খবর, আরজি করে চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর তৎকালীন অধ্যক্ষ হিসেবে সন্দীপ ঘোষের যে ভূমিকা ছিল, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে৷ তথ্যপ্রমাণ লোপাটের যে আশঙ্কা তৈরি হয়েছে, তাতেও সন্দীপ ঘোষের ভূমিকা রয়েছে বলে মনে করছে সিবিআই৷ টানা জিজ্ঞাসাবাদের সময় সন্দীপ ঘোষ বার বার তদন্তকারীদের এই বিষয়গুলিতে বিভ্রান্ত করেছেন বলে সিবিআই সূত্রে অভিযোগ৷ একই অভিযোগ আনা হয়েছে টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে।