Wednesday, March 19, 2025
Homeখবরঅভিজিৎ মন্ডলের খবর কানে আসতেই শঙ্কিত হয়ে ডাক্তারদের সঙ্গে মিটিং বাতিল করলেন...

- Advertisment -

অভিজিৎ মন্ডলের খবর কানে আসতেই শঙ্কিত হয়ে ডাক্তারদের সঙ্গে মিটিং বাতিল করলেন মুখ্যমন্ত্রী

 

জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি বলেই দিয়েছেন, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একরকম তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে কালীঘাট থেকে। শনিবার কালীঘাটে জুনিয়র ডাক্তাররা পৌঁছানোর পরে প্রায় তিন ঘন্টা ধরেব হয়েছে। আর তখনই খবর আসে টালা থামার OC কে গ্রেফতার করেছে CBI. ব্যাস সমস্ত পরিকল্পনা গেছে ভেস্তে। ছবিতে দেখা গিয়েছে, বৃষ্টি ভেজা জুনিয়র ডাক্তারেরা জাত জোর করে মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে আছেন। দিন শেষে দেখা যায়, রাজ্য সরকারের সব শর্ত মেনেও আন্দোলনরত ডাক্তাররা মুখ্যমন্ত্রীর বাসভবন কালীঘাটে আলোচনার জন্য রাজি হলেও, তাঁদেরকে একপ্রকার ‘ভাগিয়ে দেন’ চন্দ্রিমা ভট্টাচার্য। টলিউডের অনেকেই মুখ খুলেছেন জুনিয়র ডাক্তারদের পক্ষ নিয়ে। বিশেষ করে একটি ছবি যেন কথা বলছে, যেখানে দেখা যাচ্ছে বৃষ্টিস্নাত ডাক্তাররা হাত জোড় করে দাঁড়িয়ে, সামনে মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী সেই ছবি শেয়ার করে লিখলেন, ‘এটা হৃদয়বিদারক’। স্বস্তিকা মুখোপাধ্যায় সেই ছবি শেয়ার করে লিখলেন, ‘এটা টাইমলাইনে থেকে যাক’।সোশ্যাল মিডিওয়ায় এই ছাবি দেখে প্রবল ক্ষুব্ধ বাংলার নাগরিক মহল।

এদিকে ওই দুই অভিনেত্রীর পোষ্টের কমেন্ট বক্স ভরে উঠেছে। সকলেই ক্ষুব্ধ এভাবে অত জন শিক্ষিত ছেলে মেয়েকে আটকে রেখেও শেষ পর্যন্ত মিটিং বাতিল করায়। সুদীপ্তার পোস্টে একজন মন্তব্য করেছেন, ‘শিক্ষিত v/s অশিক্ষিত লড়াই চলছে। এখন শান্ত থেকে ও ধৈর্য ধরতে হবে।’ আরেকজন আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ নিয়ে মন্তব্য করলেন, ‘সবসময় একপক্ষ থাকবেন না। দিদি আজ যা করেছেন, কখনো কোনো মুখ্যমন্ত্রী পারেননি।’ এভাবেই নাগরিক মহলের প্রতিক্রিয়া বেড়েই চলেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments