আর জি কর কাণ্ড নিয়ে সমাজে অনেক ফেক ভিডিও বেরিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।কিন্তু
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সম্পর্কে অবমাননাকর মন্তব্য করায় সোনারপুরের ইউটিউবার এর বাড়িতে তল্লাশি অভিযান চালাল পুলিশ ৷ তিনি আরজিকরের ঘটনা ও প্রধান বিচারপতি সম্পর্কে একাধিক মন্তব্য করেছেন ৷ তার জেরেই আজ নরেন্দ্রপুর থানার সাহায্য নিয়ে তল্লাশি অভিযান চালায় কালনা থানার পুলিশ ৷ নিয়মিত শুনানির কাজ না করে অবিচারের কাজ করছেন প্রধান বিচারপতি ৷ এমনই অভিযোগ করেন শুদ্ধশীল ঘোষ৷ তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ ৪টি ল্যাপটপ, ৪টি মোবাইল ২টি হার্ডডিস্ক, মাইক্রোফোন সহ ইলেকট্রনিক্স গ্যাজেট পেয়েছে পুলিশ৷ এই বিষয়ে শুদ্ধশীল ঘোষ জানান শিলিগুড়ি থানা থেকে একটি নোটিশ পান তিনি ৷ সেইমত আজ যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি ৷ তখন তার বাড়িতে কালনা থানার পুলিশ আসে বাড়িতে ৷ তার বাড়ি থেকে সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন তিনি ৷ মুখ বন্ধ রাখতেই এই পদক্ষেপ বলে অভিযোগ করে জানান তিনি ৷ তার স্ত্রী মনিদীপা ঘোষ বলেন আর জি কর কান্ডের প্রতিবাদ করায় এই হেনস্থা করা হয়েছে ৷ পুলিশ মুখ বন্ধ করার জন্য এই মানসিক অত্যাচার করছে বলে অভিযোগ করেন তিনি ৷