এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ খবর হলো, আজকে বিকেল ৫টার সময় মুখ্যমন্ত্রী আবার নিজ বাসভবনে জুনিয়র ডাক্তারদের আলোচনার জন্য আমন্ত্রণ করেছেন। এই মর্মে মুখ্যসচিব মনোজ পন্থ জুনিয়র ডাক্তারদের ইমেইল করেছেন। ওই ইমেইলে বলা হয়েছে, ‘গত ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ১০ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে। নাগরিক হিসেবে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা আমাদের কর্তব্য। তাই এটা আপনাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক করানোর জন্য আমাদের তরফ থেকে পঞ্চম এবং শেষ চেষ্টা। চিঠির বয়ান নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠে গেছে। প্রশ্ন উঠেছে, এই চিঠিতে কি কোনো প্রচ্ছন্ন ধমক আছে!
চিঠিতে আরো লেখা আছে, আমরা বিশ্বাস করি, সুচিন্তার জয় হবেই। আপনাদের আগের দিনের বক্তব্য অনুযায়ী, এই বৈঠকের কোনো সরাসরি সম্প্রচার হবে না। কারণ বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন। বৈঠকের পুঙ্খানুপুঙ্খ কার্যবিবরণীতে দুপক্ষের স্বাক্ষর থাকবে।’ ইমেইলটিতে আরও বলা হয়েছে, ‘সোমবার বিকেল ৫টায় কালীঘাটে বৈঠকের আয়োজন করা হয়েছে। আগের দিন ডাক্তারদের যে প্রতিনিধিরা বৈঠকের জন্য কালীঘাটে এসেছিলেন, তাঁদেরই সোমবারও আসতে অনুরোধ করা হচ্ছে।’ বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে যে, আগামীকাল শীর্ষ আদালতে এই কেসের শুনানি। এই অবস্থায় রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে নিজেদের সদিচ্ছা প্রমানের জন্য এই চিঠি দিয়েছে। এখন দেখার শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তাররা কি সিদ্ধান্ত নেয়।