জুনিয়র ডাক্তারদের কর্ম বিরতির জন্য ২৯ জনের মৃত্যু হয়েছে – এই দাবি করে মমতা সরকার ২৯ জনের পরিবারকে ২ লক্ষ টাকা করে সাহায্য করেন। এই ঘটনার পরেই জুনিয়র ডাক্তাররা স্পষ্ট বলেন, তাদের কর্ম বিরতির জন্য এক জনেরও প্রাণ যায় নি। জুনিয়র ডাক্তারদের প্রতি মানুষের মনে ক্ষোভ তৈরী করার জন্যই এটা শাসক দলের রাজনৈতিক কৌশল। এর মধ্যেই বোমা ফাটালেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বলেন,
আমার জেলায় কোনও মেডিক্যাল কলেজ নেই, তাহলে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য সেখানে কারও মৃত্যু হতে পারে কী করে? স্বাভাবিক কারণেই সমস্যায় পরে সরকার।
এরই মধ্যে রবিবার বিকেলে সাংবাদিক বৈঠক করেন মৃত শিশু শিবম শর্মার পরিবার। তারা বলেন, গত ১২ অগাস্ট বালুরঘাটের রঘুনাথপুর এলাকায় পথদুর্ঘটনার শিকার হয় তৃতীয় শ্রেণির ছাত্র শিবম শর্মা। সঙ্গে সঙ্গে তাঁকে বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, প্রায় ১ ঘণ্টা অপেক্ষার পরও তাকে কোনও চিকিৎসক দেখতে আসেননি। বিনা চিকিৎসায় মৃত্যু হয় শিবমের। শিবমের আত্মীয় পবিত্র সূত্রধর বলেন, ‘শিবমকে হাসপাতালে ভর্তি করার কয়েক ঘণ্টা পরে চিকিৎসক সেখানে পৌঁছন। চিকিৎসায় গাফিলতিতে শিশুটির মৃত্যু হয়েছে। পুলিশ আমাদের FIR পর্যন্ত জমা নেয়নি। হঠাৎ দেখি টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা চলছে।’ স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছে, এভাবে সরকার কেন তাদের মিথ্যা ঘুষ দিতে চাইছে?