Monday, November 11, 2024
Homeখবরআজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন

- Advertisment -

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন

 

 

তৃতীয় মোদী সরকারের মঙ্গলবার ১০০ দিন পূর্ণ হল। গত ১০০ দিনে তৃতীয় মোদী সরকারের কাজের সাফল্যের খতিয়ান তুলে ধরে কেন্দ্রের তরফে সাংবাদিক সম্মেলন করবেন অশ্বিনী বৈষ্ণব। ১০০ দিনের কাজের সাফল্যের পাশাপাশি কোনও নতুন ঘোষণা হয় কি না নজর থাকবে সেদিকেও। উল্লেখযোগ্য, আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনও।একেবারে তরুণ বয়স থেকেই জনসেবায় কাজ করেছেন নরেন্দ্র মোদী। শুরুটা স্বয়ংসেবক হিসাবে। এরপর দলের সাধারণ কর্মী, গুজরাটের মুখ্যমন্ত্রী এবং এখন দেশের প্রধানমন্ত্রী তিনি। দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন তিনি। তাঁর কার্যপথেও গরিব, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য নানা প্রকল্প, প্রতিশ্রুতির কথা শোনা গিয়েছে। ‘মোদী ৩.০’ সরকারেও তার ছাপ রেখেছেন।
বয়স্কদের জন্য পেনশন স্কিম হোক বা কৃষকদের জন্য প্রকল্প, শিল্পায়ন, পিএম আবাস যোজনা হোক বা গ্রিন এনার্জির জন্য বরাদ্দ, গত ১০০ দিনের কার্যকালে গতি পেয়েছে সমস্ত কিছুই। ২০৪৭ সালের মধ্যে ভারতকে সাফল্যের নয়া শিখরে পৌঁছতে উদ্যোগী তাঁর সরকার।প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা থেকে বিভিন্ন বিমানবন্দর। একের পর এক নয়া রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন, দেশের পরিবহণে এক নয়া গতি যুক্ত করেছে গত ১০০ দিনে। ১১৩টি নতুন মেডিক্যাল কলেজ হবে দেশে। মোদী সরকারের এই মেয়াদে ‘এক দেশ এক নির্বাচন’-এর প্রস্তাবও নতুন অভিমুখ পাবে বলে জানা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments