Saturday, January 18, 2025
Homeখবরহঠাৎ সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাজ্যের মামলা কেন?

- Advertisment -

হঠাৎ সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাজ্যের মামলা কেন?

 

এই প্রশ্ন খুব স্বাভাবিক। এই মুহূর্তে সন্দীপ ঘোষকে ৩৭ ঘন্টার উপর CBI জেরা করার পর মঙ্গলবার আবার তাকে তলব করা হয়েছে। এরই মধ্যে সোমবার তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এনে SIT গঠন করে মামলা রাজু করেছে রাজ্য পুলিশ। যখন CBI আর জি কর কাণ্ডের মূলে পৌঁছাতে চেষ্টা করছে, ঠিক তখন নয়া মোড়। আরজি কর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা শুরু কলকাতা পুলিশের। প্রশ্ন উঠেছে, এটা কি নিজেদের হেফাজতে সন্দীপকে নিয়ে নেবার জন্য? সন্দীপ যাতে CBI এর হেফাজতে না যায়, সেই প্রচেষ্টা?

আশ্চর্যের বিষয় হলো, যে অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে অভিযান, সেই অভিযোগ করা হয়েছিল তিন মাস আগে। তখন পুলিশের সাহস হয় নি তাকে স্পর্শ করার। কারণ তিনি প্রভাবশালী। বিরোধীরা প্রশ্ন তুলছে, সন্দীপের বিরুদ্ধে রাজ্য মনে করেছে তদন্ত দরকার। তাই এই পদক্ষেপ। কিন্তু এই তদন্তের প্রয়োজনীয়তা কি চারদিনেই অনুভূত হল? যদি হয় কেন আগে হল না? আরও একটি প্রশ্ন উঠেছে পুলিশের মামলা রুজুকে সামনে রেখে। এখন দেখার CBI এই বিষয়ে কি ভূমিকা নেয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments