আজ সিজিও কমপ্লেক্স অভিযান। আজ বিচারের দাবিতে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল জুনিয়র ডাক্তারদের । মিছিলের পর স্বাস্থ্য ভবন থেকে অবস্থান উঠবে। মিছিলের পর নিজ নিজ কলেজে ফিরে যাবে তারা।
যারা বন্যা কবলিত এলাকায় থাকেন তাঁদের জন্য আগামীকাল থেকে কর্মসূচি রয়েছে। বন্যা কবলিত এলাকায়।
শনিবার থেকে এসেন্সিয়াল সার্ভিসে যোগদান।
আংশিক কর্মবিরতি চলবে। বন্যা কবলিত এলাকাতে কাল থেকে আমরা যাব। OPD তে কর্মবিরতি চালিয়ে যাব।
২৭ তারিখ শুনানির দিকে নজর, তারপর আবার আমরা পূর্ণ কর্মবিরতিতে যেতে পারি।
সরকারকে ১ সপ্তাহর আল্টিমেটাম দেওয়া হল।
সমস্ত কলেজে ডিপার্টমেন্ট ভিত্তিক এসওপি করা হবে। ওপিডিতে সিজওয়ার্ক চলবে, এমারজেন্সিতে আংশিক ভাবে।
২৭ তারিখ শুনানিতে ভালো কিছু না হলে আবারও সম্পূর্ণ পেন ডাউনের হুশিয়ারি। এর পাশাপাশি রাজ পথে আন্দোলন জারি থাকবে।