বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার গঙ্গার জলস্তর আচমকা বৃদ্ধি পাওয়ায় প্লাবিত জেলাগুলি আজ আকাশপথে পরিদর্শন করেন। পাটনা, বক্সার, বেগুসরাই, সারন, সিওয়ান, মুঙ্গের, ভাগলপুর সহ ১০-টি জেলার নীচু এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু বাড়ি ভেসে গেছে। এবং বর্তমান বন্যা পরিস্হিতির কারণে ২ শতাধিক সরকারী স্কুল বন্ধ রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী দুর্গত এলাকায় অবিলম্বে ত্রাণ এবং উদ্ধার কাজ জোরদার করতে বলেছেন। বহু সংখ্যক মানুষ এই বন্যার কারণে ঘর ছাড়া।