হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির দলীয় ইস্তেহার প্রকাশ করেছে। ইস্তেহারে মোট ২০টি সঙ্কল্প নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে লাডো লক্ষ্মী যোজনার আওতায় মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ২১০০ টাকা করে প্রদান, আইএমটি খারখোদার আদলে ১০টি শিল্প শহর নির্মাণ, প্রত্যেক শহরে ৫০ হাজার স্থানীয় যুবদের চাকরি দেওয়ার জন্য উদ্যোক্তাদের উৎসাহ ভিত্তিক বিশেষ অনুদান, চিরায়ু-আয়ুষ্মান যোজনার আওতায় প্রত্যেক পরিবারকে ১০ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সুবিধা প্রদান।
দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা আজ রোহতকে এই সংকল্প পত্র প্রকাশ করে বলেন, বিজেপি পুনরায় ক্ষমতায় এলে সরকার ঘোষিত ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ২৪ ধরণের ফসল ক্রয় করা হবে। এছাড়াও হর ঘর গৃহিনী যোজনার অধীনে ৫০০ টাকায় রান্নার গ্যাস সরবরাহ এবং আওয়াল বালিকা যোজনার আওতায় গ্রামীণ অঞ্চলে কলেজ পড়ুয়া প্রত্যেক ছাত্রীকে স্কুটার দেওয়া হবে। হরিয়ানার অগ্নিবীরদের সরকারি চাকরির বিষয়টিও সংকল্পপত্রে নিশ্চিত করা হয়েছে বলে তিনি জানান।