আর জি কর কাণ্ডে প্রতিবাদের আগুন অব্যাহত জলপাইগুড়িতে। শনিবার সন্ধ্যায় বিভিন্ন কলেজের পড়ুয়া এবং প্রাক্তনীরা মশাল মিছিল করেন জলপাইগুড়িতে। সেই মিছিলে শামিল হয় জলপাইগুড়ি নাগরিক সংসদও। শহরের বড় ডাকঘর মোড় থেকে মিছিল শুরু হয়, থানা মোড়, দিনবাজার, বেগুনটারী কদমতলায় গিয়ে শেষ হয় মিছিল।প্রতিবাদীরা জানিয়েছেন, মৃত নির্যাতিতার বিচার এখনো অধরা। তাই বিচার না পাওয়া পর্যন্ত প্রতিবাদের মশাল জ্বলবে।