Saturday, March 22, 2025
Homeখবরমুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন সুকান্ত মজুমদার

- Advertisment -

মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন সুকান্ত মজুমদার

 

রাজ্যের বন্যা পরিস্থিতি ও ডিভিসি থেকে প্রতিনিধি হিসেবে থাকা রাজ্যের দুই সরকারি আমলার পদত্যাগের বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রাজ্যে বন্যা পরিস্থিতি ভয়াবহ, ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে দিকে দিকে ত্রানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুধু তাই নয় ১০,০০০ ত্রিপল পাঠানো হচ্ছে বন্যা কবলিত এলাকায়। তবে বন্যা কবলিত এলাকায় মুখ্যমন্ত্রী বারবার গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অবাঞ্ছিত মন্তব্য করে গোটা রাজ্যকে আরজিকর কাণ্ড থেকে নজর ঘোরাতে চাইছে। সোমবার সকালে কলকাতা থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে পৌঁছান বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি জানান,পশ্চিম মেদিনীপুরের বন্যা পরিস্থিতি ভয়াবহ। বিজেপি সবসময় বন্যা দুর্গতদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে চলছে। তবে বন্যা পরিস্থিতি নিয়ে মুখমন্ত্রীর বন্যা কবলিত এলাকা পরিদর্শনের বিষয়ে তার আরও সংযোজন, “মুখ্যমন্ত্রী চান যে গোটা পশ্চিমবঙ্গের নজর আরজিকর থেকে সরিয়ে বন্যায় ঘুরিয়ে দেওয়া। বন্যা পরিস্থিতি ভয়ংকর, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন সংবাদে শিরোনামে টিকে থাকতে। জনতাতো লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। মমতা গেলেই পেটাবে। ওনাকে বেশি দূরে যেতে মানা করবো।পাশাপাশি তিনি জানান আর জি কর কান্ডে সিবিআই তদন্ত করলেও যেভাবে সমস্ত প্রমাণ লোপাট করা হয়েছে তাতে দোষীদের সন্ধান করতে বেশ কিছুটা খরকাট পুরোতে হচ্ছে সিবিআই কে। তবে দোষিরা শাস্তি পাবে তা একপ্রকার নিশ্চিত।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে থ্রেট কালচার প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন যে রাজ্যে বিধানসভায় ভেতরে থ্রেট কালচার চলে সেই রাজ্যে থ্রেট কালচার অন্য কোথাও না হওয়ার কিছুই নেই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments