Sunday, November 3, 2024
Homeখবরআর কিছুক্ষণ পরেই মমতার বিরুদ্ধে পথে নামছেন বিবেক অগ্নিহোত্রী

- Advertisment -

আর কিছুক্ষণ পরেই মমতার বিরুদ্ধে পথে নামছেন বিবেক অগ্নিহোত্রী

 

একেই হয়তো বলে, এক ঢিলে দুই পাখি মারা। সুপরিচিত বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রী আরজি কর হাসপাতালের ডাক্তারের ধর্ষণ ও খুনের প্রতিবাদ জানাতে মঙ্গলবার পা রাখলেন কলকাতায়। তিনি নিজের সমাজ মাধ্যমে জানিয়েছেন,’হ্যালো, কলকাতা! আগামীকাল, আমি একজন কর্তব্যরত ডাক্তারের নৃশংস ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে যোগ দেব। আমি সকল নাগরিককে নারীর নিরাপত্তা এবং জীবনের অধিকারের দাবিতে আমার সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’ প্রশ্ন উঠতেই পাড়ে বিবেক অগ্নিহোত্রীর এমন কি হলো যে সশরীরে প্রতিবাদ জানাতে কলকাতায়!!

এর সূত্রপাত অবশ্য আগেই হয়েছে। ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে ঝামেলার সূত্রপাত হয়েছিল মমতা আর বিবেক অগ্নিহোত্রীর ভিতরে। এই ছবি বাংলায় নিষিদ্ধ ঘোষণা করেছিলেন মমতা। আর তখন কাশ্মীর ফাইলস প্রসঙ্গও টানেন, যার পরিচালক বিবেক খোদ। বিশেষ সম্প্রদায়কে হেনস্থা করার জন্য তৈরি করা হয়েছে ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’, এমন মন্তব্য করেছিলেন মমতা। আর তারপর সোজা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নামে পাঠিয়েছিলেন আইনি নোটিশ।’ সেই ক্ষোভ এবার কাজে লাগাতে চান বিবেক। বিবেক লিখেছে, ‘সবেমাত্র কলকাতায় পৌঁছেছি। আগামীকাল ২১ আগস্ট প্রতিবাদ সমাবেশে অংশ নেব। আমি রাজ্য সরকারের (পশ্চিমবঙ্গ) ব্যর্থতার বিরুদ্ধে সমাবেশে অংশ নেব। আগামীকালের এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। কারণ আপনি যতই আওয়াজ তুলুন না কেন, তা কম।’ সূত্রের খবর, আজ আজ বিকেল সাড়ে ৩টা থেকে কলকাতার মৌলালী থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল বের করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments