Saturday, January 18, 2025
Homeখবরমমতা বন্দ্যোপাধ্যায়ের 'কন্যাশ্রী' ও 'রূপশ্রী' প্রকল্পের প্রশংসায় ইউনিসেফ কর্তৃপক্ষ

- Advertisment -

মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কন্যাশ্রী’ ও ‘রূপশ্রী’ প্রকল্পের প্রশংসায় ইউনিসেফ কর্তৃপক্ষ

 

মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক সমাজ উন্নয়ন মূলক প্রকল্প ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে খুবই প্রশংসিত হয়েছে। বিভিন্ন জন-কল্যানমূলক প্রকল্পগুলো আসলে গরিব মানুষের ক্রয় ক্ষমতা বাড়াচ্ছে। সার্বিকভাবে এতে রাজ্যের উপকার হচ্ছে।

UNICEF-র অফিসার মঞ্জুর হোসেন একটি অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই দুটি প্রকল্পের প্রশংসা করেন। ‘ইম্প্যাক্ট ইস্ট, ২০২৪ কনক্লেভ’ এর এক সভাতে উপস্থিত ছিলেন ইউনিসেফের পশ্চিমবঙ্গ-এর চিফ ফিল্ড অফিসার মঞ্জুর হোসেন। সেই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুটি প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন মঞ্জুর হোসেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মহলের বিশিষ্ট ব্যক্তিত্বরা। টাটা স্টিলের তরফে ছিলেন সৌরভ রায়, বি জি সমাদ্দার অ‌্যান্ড সন্স-এর দেবাশিস দত্ত উপস্থিত ছিলেন। জিন্দাল স্টিলের তরফে প্রশান্ত কুমার হোতা উপস্থিত ছিলেন।

এর প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, ”আমি আপনাদের জানাতে পেরে পরম আনন্দিত যে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক কল্যাণমূলক প্রকল্পগুলো আবার ইউনিসেফ-এর প্রশংসা অর্জন করেছে! ইম্প্যাক্ট ইস্ট ২০২৪ কনক্লেভে, ইউনিসেফ-এর শীর্ষ কর্মকর্তা আমাদের ‘কন্যাশ্রী’ ও ‘রূপশ্রী’র মতো মানবকল্যাণকারী প্রকল্পগুলিকে রাজ্যের সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য ভূয়সী প্রশংসা করেছেন। আমাদের সামাজিক উদ্যোগ এবং জীবন- পরিবর্তনকারী জনকল্যাণমূলক প্রকল্পগুলি এইভাবেই আন্তর্জাতিক স্তরে উল্লেখযোগ্য স্বীকৃতি পেয়ে বাংলার মুখ উজ্জ্বল করে চলেছে।” স্বাভাবিক কারণেই UNICEF – এর এই শংসাপত্রে খুবই খুশি বাংলার মানুষ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments