বিজেপির ডাকা প্রতিবাদ মিছিলে হাঁটলেন রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার।আর জি কর কান্ডের প্রতিবাদে সোমবার বিকেলে কোচবিহার জেলার হলদিবাড়িতে আয়োজন করা হয় এই ধিক্কার মিছিল। হলদিবাড়ি বাসস্ট্যান্ড থেকে শুরু হয় মিছিল।এদিন কয়েক হাজার বিজেপি কর্মীকে সাথে মিছিলে সামিল হন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। এদিন তার সাথে ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী, মহিলা মোর্চার জেলা সভাপতি দীপা বনিক, জলপাইগুড়ি সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়, ডাবগ্রাম ফুলবাড়ি বিধায়ক শিখা চ্যাটার্জী, ফালাকাটার বিধায়ক দীপক বর্মন সহ অন্যান্যরা। প্রায় ২ কিলোমিটার মিছিল হয় । শেষে প্রতিবাদ সভা হয়।
সোমবার রাতে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া হলদিবাড়িতে বিজেপির রাজ্যে সভাপতি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, অনুব্রত মুক্তি পায়নি, নতুন ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী জামিন পেয়েছে, চার্জশিট দাখিল হলেই আবার জেলে যেতে হবে।