প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউইয়র্কে শীর্ষস্থানীয় মার্কিন প্রযুক্তি সংস্থার সিইও-দের সঙ্গে গোলটেবিল বৈঠক করেছেন। তিনি বলেন, একবিংশ শতাব্দী হল প্রযুক্তির যুগ এবং সমস্ত ক্ষেত্রই এখন প্রযুক্তি চালিত। বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রযুক্তি এবং গণতন্ত্রের মধ্যে ভারসাম্য বজায় জরুরি। গণতান্ত্রিক মূল্যবোধ ও প্রযুক্তির সমন্বয় মানবকল্যাণের গুরুত্বপূর্ন দিক। গণতন্ত্রবিহীন প্রযুক্তি সংকটের পরিবেশ সৃষ্টি করে বলে মন্তব্য করেন তিনি। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা গড়ে তোলার বিষয়েও আলোচনা করেন শ্রী মোদি। তিনি বলেন, ভারতের প্রতি সিইও-রাই আস্থা দেখিয়েছেন, তাতে তিনি আপ্লুত।