Sunday, November 3, 2024
Homeখবরঅন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর করার অভিযোগ উঠল নন্দীগ্রামের বিজেপি নেতাদের বিরুদ্ধে

- Advertisment -

অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর করার অভিযোগ উঠল নন্দীগ্রামের বিজেপি নেতাদের বিরুদ্ধে

 

মাত্র মাসখানেকের ব্যবধান। এর মধ্যেই বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে ফের প্রকাশ্যে এল পদ্মশিবিরের নেতা-কর্মীদের বর্বরতার চিত্র। জনৈকা অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর করার অভিযোগ উঠল নন্দীগ্রামের বিজেপি নেতাদের বিরুদ্ধে। এছাড়া তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-২ ব্লকের বয়াল দুই গ্রাম পঞ্চায়েতের রামচক গ্রামে। এই ঘটনায় মূল অভিযুক্ত বিজেপি নেতা সুনীল পাত্র ও তার শাগরেদ-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। নন্দীগ্রামে বিজেপি কর্মীদের এহেন অত্যাচার কোনও নতুন ঘটনা নয়। গত আগস্ট মাসে তৃণমূল করার ‘অপরাধে’ এক মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরায় তারা! পাশাপাশি, যৌন নির্যাতন চালানো হয়েছিল তাঁর ১৩ বছরের শিশুকন্যার উপরেও।

প্রসঙ্গত, রামচক গ্রামের বাসিন্দা তথা তৃণমূল কর্মী বিশ্বজিৎ পাত্রের সঙ্গে দীর্ঘদিন ধরে সমস্যা চলছে স্থানীয় বিজেপি নেতা সুনীল পাত্রের। সোমবার রাত থেকেই বিশ্বজিতের বাড়িতে বারবার সুনীল পাত্র হুমকি দিচ্ছিলেন বলে অভিযোগ। মঙ্গলবার সকালে দলবল নিয়ে সুনীল পাত্র বিজেপি কর্মী বিশ্বজিৎ পাত্রের বাড়িতে গিয়ে চড়াও হন। ইতিমধ্যে মারধরের ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, হাতে বাঁশ নিয়ে তৃণমূল কর্মী বিশ্বজিতের বাড়ি ভাঙচুর করছে বিজেপির দুষ্কৃতীরা। সেই সময় বিশ্বজিতের মেয়ে ও জামাই বাধা দিতে গেলে তাকে ঘরের মধ্যে আটকে দেওয়া হয়। পাশাপাশি ওই সময় বিশ্বজিৎ পাত্রের অন্তঃসত্ত্বা পুত্রবধূ বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। পরে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হন ওই মহিলা। বিশ্বজিতের স্ত্রী অলকা পাত্র নন্দীগ্রাম থানায় গিয়ে অভিযুক্ত বিজেপি নেতা সুনীল পাত্র-সহ তার শাগরেদদের নামে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তৎক্ষণাৎ তদন্তে নেমে পুলিশ সুনীল পাত্র সহ মোট পাঁচজনকে গ্রেফতার করে। অভিযোগকারিণী অলকা পাত্র জানান, “রাজনৈতিক কারণে বারবার আমাদের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছিল। আগেও আমার স্বামীর ওপর হামলা চালিয়েছিল বিজেপি।” ঘটনা প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছে বিজেপি। পদ্মশিবিরকে একহাত নিয়েছেন নন্দীগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ। “বিজেপি নেতা সুনীল পাত্র ও বিজেপি কর্মীরা পরিকল্পনা করে তৃণমূল কর্মী বিশ্বজিতের বাড়িতে হামলা এবং মারধর করে। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি। উপযুক্ত ব্যবস্থা না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব”, স্পষ্ট জানিয়েছেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments