Monday, March 17, 2025
Homeখবর"পুজোর সময় আড়াই কোটি সই সংগ্রহ করবে বিজেপি"- হাজরার সভা থেকে শুভেন্দু

- Advertisment -

“পুজোর সময় আড়াই কোটি সই সংগ্রহ করবে বিজেপি”- হাজরার সভা থেকে শুভেন্দু

 

তিলোত্তমা কাণ্ডে সেভাবে ফোরফ্রন্টে আসতে পারে নি বিজেপি। বরং বাম কংগ্রেস এই আন্দোলনে অনেকটাই এগিয়ে আছে। তাই এবার বিজেপি প্রায় সম্মুখ সমরে। পুজোর পর একদিনে ত্রিফলা আন্দোলনে সরকারকে চাপে ফেলতে বড় কর্মসূচির প্রস্তাবও দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। হাজরার সমাবেশ থেকে ফের দাবি করলেন, মুখ্যমন্ত্রীর পদত্যাগের। শুভেন্দু বুধবার বলেন, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ বিনীত গোয়েল সম্পর্কে CBI কে কিছু বলেছেন কিনা তা জানার জন্যই বিনীত গোয়েল গিয়েছিলেন বিধানসভায়। শুভেন্দু বলেন, বিজেপি পিছনের দরজা দিয়ে রাজ্যে ক্ষমতায় আসতে চায় না। ভোটে জিতেই বিজেপি সরকার গড়বে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে শপথগ্রহণ অনুষ্ঠান। আরজি কর হাসপাতালে ঘটনার সময় টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল গ্রেফতার হয়েছেন। সিবিআই বলেছে, পুলিশ তথ্যপ্রমাণ লোপাট করেছে। তিনি দাবি করেন, এই কারণেই পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত।

হাজরার সভায় শুভেন্দু একহাত নেন বাম ও কংগ্রেসকেও। আরজি কর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করার কথা বলেন শুভেন্দু। সেই সঙ্গে বলেন, পোস্টমর্টেম করার দরজা থেকে হাজরা মোড়, বিজেপি ন্যায়বিচারের দাবিতে আন্দোলন, প্রতিবাদ চালিয়ে যাবে। সিপিআইএম, কংগ্রেসের মতো বিজেপি সেটিং অপোজিশন নয়। ন্যায়বিচারের আন্দোলনে মাকু-সেকুরা মিশে আজাদি স্লোগান দিয়েছে বলে দাবি শুভেন্দুর। তিনি বলেন, আমরা হিন্দুরা উৎসব করি না, পুজো করি। পঞ্জিকা, শাস্ত্র মতে পুজোয় অংশ নিয়ে অভয়ার জন্য প্রার্থনা করব। বিজেপি অন্তত ১ হাজার অভয়া মঞ্চ গড়ে সই সংগ্রহ করবে। আড়াই কোটি সই সংগ্রহ করবে বিজেপির কর্মীরা। বেশ বোঝাই যাচ্ছে, বিজেপি আবার নতুন করে লাফাতে চলেছে আর জি কর কান্ড নিয়ে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments