মাইসুর আরবান ডেভেলপমেন্ট অথরিটি- MUDA সাইট বরাদ্দ মামলায় লোকায়ুক্ত পুলিশ কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এফআইআর-এ প্রথম অভিযুক্ত হিসেবে সিদ্দারামাইয়া এবং তার স্ত্রী ও শ্যালককেও মামলার অন্যান্য আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। আরটিআই কর্মী স্নেহময়ী কৃষ্ণার দায়ের করা একটি ব্যক্তিগত অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত লোকায়ুক্ত পুলিশকে এই বিষয়ে একটি ফৌজদারি মামলা নথিভুক্ত করার নির্দেশ জারি করেছিল। বেআইনিভাবে মুখ্যমন্ত্রীর স্ত্রী বি এম পার্বতীকে 14 টি জায়গা বরাদ্দ করার অভিযোগে সিদ্দারামাইয়ার বিরুদ্ধে তদন্ত করার জন্য রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট যে আনুমতি দিয়েছিলেন , কর্ণাটক হাইকোর্ট তা বজায় রাখার পরেই এই এফআইআর।