Saturday, March 22, 2025
Homeখবরতিলোত্তমাকে নিয়ে শর্ট ফিল্ম বানিয়ে বিপাকে রাজন্যা

- Advertisment -

তিলোত্তমাকে নিয়ে শর্ট ফিল্ম বানিয়ে বিপাকে রাজন্যা

 

যে তিলোত্তমা কান্ত নাড়িয়ে দিয়েছে সারা ভারতবর্ষকে, সেই কান্ড নিয়েই একটা শর্ট ফিল্ম বনিয়ে ফেলেছেন তৃণমূল কংগ্রেসের দুই ছাত্র নেতা। এটা শুধুই নিয়ম বিরুদ্ধ নয়, আমানবিকও বটে। এতে বেজায় ক্ষুব্ধ হয়ে দুই tmcp নেতাকে বহিস্কার করেছে দল। এক বিজ্ঞাপ্তিতে জানিয়েছে -‘পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ এতদ্বারা জানাচ্ছে যে প্রান্তিক চক্রবর্তীকে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট পদ থেকে সাসপেন্ড করা হল। একই সঙ্গে যাদবপুর ডায়মন্ড হারবার জেলা তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট রাজন্যা হালদারকেও সাসপেন্ড করা হল দল বিরোধী কাজ করায়।’

স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছে, এই জাতীয় একটি অতি অনুভূতিশীল ও বিচারধিক বিষয় নিয়ে সিনেমা তৈরী করা বেআইনি তো বটেই অমানবিক কি নয়? এদিন এই ছবির পোস্টার প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়া জুড়ে বইছে কটাক্ষের বন্যা। এক ব্যক্তি এদিন এই ছবির পোস্টারের কটাক্ষ করে লেখেন, ‘একটা বিচারাধীন বিষয় নিয়ে যখন সবার সামনে আলোচনা করা যায় না, এমনকি লাইভ স্ট্রিমিং, ভিডিয়োগ্রাফি সবেতেই উত্তর আসে ‘না’ ― তখন সেই বিষয়ে আদ্যোপান্ত ‘নাম’ নিয়ে কিভাবে তৈরি হয় সিনেমা!এতটা দুঃসাহস হয় কিভাবে?’ মাঠে নামেন কুনাল ঘোষ। তিনি বলেন, এই বিচারধীন বিষয় নিয়ে যারা ছবি করেছে, তা তাদের ব্যক্তিগত বিষয়। দল একে সমর্থন করে না।

২ অক্টোবর অর্থাৎ মহালয়ার দিন মুক্তি পেতে চলেছে এটি স্বল্প দৈর্ঘ্যের ছবি, নাম ‘আগমনী: তিলোত্তমাদের গল্প’। ছবিটির মুখ্যচরিত্রে অভিনয় করবেন তৃণমূল নেত্রী রাজন্যা হালদার। পরিচালনায় তৃণমূলেরই আরেক নেতা প্রান্তিক চক্রবর্তী। এই নিয়ে অভিনেতা রুদ্রনীল বলেন, ‘আমার ছবির বিষয়বস্তু জানা নেই। তবে এটা ঠিক বিচারাধীন কোনও বিষয় নিয়ে কাজ করা যায় না। সেটা নিয়মের বাইরে, আইনের বাইরে। যদি সত্যি এতে আরজি কর কাণ্ডের কিছু থেকে থাকে, তবে তা আগুনে হাত দেওয়া হবে।’ ওদিকে রাজন্যা বলেন, ‘কোনও ন্যারেটিভ সেট করার বিষয় নেই। কোনও তদন্তের বিষয়, বিচার ব্যবস্থা বা কোনও তথ্যের সঙ্গেও কোনও যোগসূত্রই নেই এই ছবির। প্রেক্ষাগৃহে বা ওটিটিতে, বা ফেসবুক-ইউটিউবে যেখানেই মুক্তি পাক না কেন, আগে ছবিটি দেখার আবেদন রইল। না দেখে সবক্ষেত্রে বিচার করবেন না।’ আর নাগরিক মহল অবশ্য কিছুটা হাসতে হাসতে বলেন, তৃণমূল কংগ্রেসের সাসপেন্সন তো আরাবুলের মতো, ৬ বছরের জন্য সাসপেন্ড করে ৬ মাস পরেই সুর সুর করে দলে ঢুকিয়ে নেবে !!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments