রহস্য ক্রমাগত ঘনীভূত হচ্ছে। একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে পুরো তদন্তকে যতই দিকভ্রষ্ট করতে চাওয়া হোক না কেন, বাংলার মানুষের তীব্র প্রতিবাদে এবার একে একে পেঁয়াজের চোকলা ছাড়াচ্ছে CBI.
শুক্রবার বেশ কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সন্দীপ ঘোষকে। শনিবারও ফের তলব করা হয়েছে। ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সে পৌঁছেও গিয়েছেন তিনি। সমস্ত সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন! সম্ভবত তেমনই অজস্র প্রশ্নের ডালি নিয়ে সন্দীপ ঘোষের সামনে বসেছেন CBI আধিকারিকরা। কি কি প্রশ্নের মুখোমুখি হতে চলেছেন ডাক্তার সন্দীপ?
* ঘটনার কথা কখন জানলেন?কে জানালো?
* আপনি তখন কোথায় ছিলেন?
* প্রথমেই আপনি কি করলেন?
* খবর পেয়ে প্রথম কাকে জানান? স্বাস্থ্যভবন না পুলিশ?
* কে প্রথম দেহ দেখেন?
* ঘটনার দিন আপনি কখন হসপিটালে পৌঁছান?
* আপনি হাসপাতালে গিয়ে ঠিক কি দেখলেন?
* হাসপাতালের পক্ষ থেকে পরিবারকে প্রথম কে জানায় ও কি জানায়?
* ইনকোয়েস্ট রিপোর্ট দেখেছেন?
* সুপার হিসেবে আপনাকে কোন কোন দায়িত্ব সামলাতে হত?
এমন আরো বহু প্রশ্নের সম্মুখীন হতে চলেছেন ডাক্তার সন্দীপ – এমনই মনে করছেন নাগরিক মহল।