Saturday, January 18, 2025
Homeখবরপড়ুয়াদের আন্দোলনের চাপে আর জি কর নিয়ে বড়ো পদক্ষেপ স্বাস্থ্য ভাবনের

- Advertisment -

পড়ুয়াদের আন্দোলনের চাপে আর জি কর নিয়ে বড়ো পদক্ষেপ স্বাস্থ্য ভাবনের

 

বুধবার আর জি করের পড়ুয়া ডাক্তাররা স্বাস্থ্যভবন অভিযান করেছিলেন। তাদের অনেক দাবির মধ্যে অন্যতম দাবি ছিল বেশ কয়েক জনকে আধিকারিক পদ থেকে সরাতে হবে। কার্যত সেই দাবীকে মেনে নিলো স্বাস্থ্য দপ্তর। নবনিযুক্ত অধ্যক্ষ সুহৃতা পালকে সরানো হয়েছে। এছাড়াও সরানো হয়েছে হাসপাতালের সুপার বুলবুল মুখোপাধ্যায়কেও সরানো হয়েছে। হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার কেও সরানো হয়েছে। অ্যাসিস্ট্যান্ট সুপারের বিরুদ্ধে নির্যাতিতা মৃত তরুণী চিকিৎসকের বাড়িতে খবর দেওয়ার অভিযোগ ছিল। চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুনাভ দত্ত চৌধুরী কেও সরানো হয়েছে।

অ্যাসিস্ট্যান্ট সুপারের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ যে তিনি তদন্তকে ভুল পথে চালনার জন্যই আত্মাহত্যার খবর প্রচার করেন। আরজি করের চার শীর্ষ আধিকারিককে অপসারণ করা হয়েছে। আর জি করের সমস্ত আধিকারিকদের সরিয়ে দেওয়া হলো। আর জি করের সুপার বুলবুল মুখোপাধ্যায় কে সরানো হল। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এই অপসারণের কথা জানিয়েছেন।

জুনিয়র ডাক্তাররা একদিকে পথে নেমে ‘উই ওয়েন্ট জাস্টিস’ ধ্বনি দিয়ে যেমন প্রতিবাদ করেন, তেমনই দলবদ্ধভাবে স্বাস্থ্যভবনে গিয়ে প্রতিবাদ জানিয়ে ডেপুটেশন দেন। বাস্তবিক তাদের দাবিতে সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী প্রথম থেকেই এই আন্দোলকে সমর্থন করে অপরাধীর ফাঁসির দাবিতে পথে নামেন। এই মুহূর্তে সিবিআই রহস্যেমোড়া হত্যাকাণ্ডের কিনারা করতে যুদ্ধকালীন তৎপরতা শুরু করেছে। সুপ্রিমকোর্ট বৃহস্পতিবারের মধ্যে স্টেটাস রিপোর্ট জমা দিতে বলেছে। এখন দেখার সেই রিপোর্টে কি থাকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments