Monday, April 21, 2025
Homeখবরআজ জুনিয়র ডাক্তারদের CGO অভিযান

- Advertisment -

আজ জুনিয়র ডাক্তারদের CGO অভিযান

 

নয় নয় করে ৮০ দিন পাড় হয়ে গেছে। কিন্তু CBI এর তদন্তের গতি নিয়ে সন্দীগ্ধ জুনিয়ার ডাক্তার সহ নাগরিক মহল। সেই কারণেই CBl এর উপর চাপ সৃষ্টি করতে আজ জুনিয়র ডাক্তারেরা আবার মশাল হাতে CGO কমপ্লেস অভিযানে নামতে চলেছেন। এছাড়া ৪ নভেম্বর, দ্রোহের আলো জ্বালাও কর্মসূচি। জয়নগর থেকে জয়গাঁও পর্যন্ত জাঠা করবে ‘অভয়া মঞ্চ’। এদিকে একই দাবিতে CBI অফিস অভিযান করে ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’ নামে মহিলাদের এক সংগঠন। বিচার পেতে আর কত দিন সময় দরকার, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দফতরের সামনে দাঁড়িয়েই স্লোগান তুলেছিলেন আন্দোলনকারীরা।

আজকের অভিযানে জুনিয়র ডাক্তারেরা যে সব প্রশ্নের উত্তর খুঁজছেন তা হলো –
* ময়নাতদন্তের রিপোর্টে নিহতের এন্ডোসারভাইকাল ক্যানালে সাদা, গাঢ়, চটচটে তরলের অস্তিত্ব পাওয়ায় উল্লেখ রয়েছে। এই তরলের ডিএন‌এ পরীক্ষা হয়েছে কি? হলে রিপোর্ট কোথায়?

* তিলোত্তমার শরীরে লালা রস ও সাদা তরলের উল্লেখ আছে, কিন্তু লালারসের ডিএন‌এ পরীক্ষার উল্লেখ থাকলে সাদা গাঢ় তরলের ডিএন‌এ পরীক্ষার উল্লেখ নেই কেন?

* রিপোর্টে বলা হয়েছে,৪.৩১ মিনিটে ওয়ার্ড থেকে ক্যামেরার দিকে হেঁটে যায় সঞ্জয়। সেই সময় কি তার গলায় ব্লুটুথ ছিল? সেই উত্তর নেই।

* ৯ অগস্ট অটোপসি থেকে নমুনা নেওয়া হলেও কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবে পাঠানো হল ১৪ অগস্ট। কেন?

* মৃতার বাবা মা আরজি কর পৌঁছনোর পরের ঘটনাক্রমের উল্লেখ নেই! তাঁরা আসার পর কী হয়েছিল, কেন ৩ ঘণ্টা ধরে মেয়ের মৃতদেহের কাছে বাবা-মা যেতে পারলেন না উল্লেখ নেই তার‌ও। সদুত্তর খুঁজছেন ডাক্তারেরা। এমন বহু প্রশ্ন আজ CGO কেমপ্লেক্স-এ করতে চলেছেন জুনিয়র ডাক্তারেরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments