সেই মোরারজি দেশেইয়ের পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেছেন পোল্যান্ডে। মাঝে কেটে গেছে ৪৫ বছর। এবার আবার নতুন করে পোল্যান্ডের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়তে উৎসাহী নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে পোলিশ সংস্থাগুলোকে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে শামিল হতে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে সাফ বার্তা দিয়েছেন, যুদ্ধক্ষেত্রে কোনও সমস্যার সমাধান হয় না। উল্লেখ্য, আগামী বছরে ইউরোপীয় ইউনিয়নের সভাপতিত্ব নেবে পোল্যান্ড। তার আগেই পোল্যান্ডে দাঁড়িয়ে যুদ্ধ বন্ধের বার্তা দিলেন মোদি। ভারত চিরন্তন শান্তির দেশ। সেই শান্তির বার্তাই দিলেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার ওই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে দুই দেশের প্রধানমন্ত্রী যৌথ সংবাদিক বৈঠক করেন। সেখান থেকেই পোলিশ বিনিয়োগকারীদের ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে অংশ নিতে আহ্বান জানান মোদি। অন্যদিকে পোল্যান্ডের তরফে জানানো হয়, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে আগ্রহী তারা। সামরিক অস্ত্রশস্ত্র সংক্রান্ত বাণিজ্য নিয়েও দুই প্রধানমন্ত্রীর আলোচনা হয়েছে বলে জানান টাস্ক। তবে যাবতীয় নজর ছিল মোদির যুদ্ধবিরোধী মন্তব্যের দিকেই। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “২০২৫এর জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নের সভাপতি হবে পোল্যান্ড। আশা করি পোল্যান্ডের হস্তক্ষেপে ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক আরও দৃঢ় হবে।” সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মোদী বলেন, যুদ্ধ কোনো সমস্যার স্থায়ী সমাধান আনতে পারে না। তাই আমাদের সবার উচিত যুদ্ধ বিরোধী পৃথিবী গড়ার দিকে এগিয়ে যাওয়া।