Saturday, March 22, 2025
Homeখবর২৭ আগস্ট মুখ্যসচিবকে হাজিরা দিতেই হবে সুপ্রিমকোর্টে

- Advertisment -

২৭ আগস্ট মুখ্যসচিবকে হাজিরা দিতেই হবে সুপ্রিমকোর্টে

 

যখন সারা ভারত তাকিয়ে আছে আর জি কর কাণ্ডের নির্যাতিতার বিচারের জন্য, ঠিক তখনি আরেকটি কারণে রাতের ঘুম উড়ে গেছে রাজ্যের মুখ্যসচিবের। তবে শুধু পশ্চিমবঙ্গ নয় মোট ১৮টি রাজ্যের মুখ্যসচিবের উদ্দেশ্যে এই নির্দেশ। হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। অভিযোগ, ওইসব রাজ্যে প্রাক্তন বিচারপতি এবং বিচারবিভাগীয় আধিকারিকদের সুপ্রিম কোর্ট নির্দেশিত বকেয়া পেনশন ভাতা এবং অবসরকালীন সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না। সরকারি ফান্ডের অবস্থা ভালো নয়, এমন ব্যাখ্যা অনেক রাজ্য দিতে চেয়েছেন। তাতে প্রবলভাবে ক্ষুব্ধ শীর্ষ আদালত।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এতটাই ক্ষুব্ধ যে সবাইকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছেন। প্রধান বিচারপতির নির্দেশ, নির্দিষ্ট দিনে হাজিরা না দিলে, মুখ্যসচিবদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে। শীর্ষ আদালতে আবেদন জানানো হয়েছিল, যাতে মুখ্যসচিবদের ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দেওয়ার সুযোগ দেওয়া হয়। কিন্তু সে কথা শুনতে রাজি হননি প্রধান বিচারপতি। সশরীরেই হাজিরা দিতে হবে। অল ইন্ডিয়া জাজেস অ্যাসোসিয়েশনের তরফে সুপ্রিম কোর্টে অভিযোগ জানানো হয়েছিল। বলা হয়েছিল, শীর্ষ আদালতের একাধিক নির্দেশ সত্ত্বেও ন্যাশনাল জুডিশিয়াল পে কমিশনের সুপারিশ অনুযায়ী অবসরপ্রাপ্ত বিচারপতি এবং বিচার বিভাগীয় আধিকারিকদের পেনশন সুনিশ্চিত করেনি এই ১৮টি রাজ্য। স্বাভাবিক কারণেই তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments