আর জি কর কান্ড নিয়ে যখন উত্তাল বাংলা তথা ভারত, তখন তৃণমূলের ছাত্রনেত্রী রাজন্যা গেলেন সোনারপুর থানায়। ঘটনা সূত্রে জানা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট! এমনই অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন শাসকদলের ছাত্রনেত্রী রাজন্যা হালদার। তাঁর অভিযোগ, তাঁর ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় অশালীন পোস্ট করা হয়েছে। তিনি বলেন, ‘যাঁরা রাত দখলের ডাক দিচ্ছে, তাঁরাই প্রকাশ্যে রেপ থ্রেট দিচ্ছে!’ বৃহস্পতিবার রাতেই এই ঘটনায় সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। তাঁর অভিযোগ তাঁর সম্পর্কে কুরুচিকর মন্তব্য যিনি করেছেন, তিনি মোটেই সভ্য মহিলা নন। তিনি এর প্রতিকার চাইতেই পুলিশের দ্বারস্থ হয়েছেন।
রাজন্যা জানান, এবার সাইবার ক্রাইম দপ্তর থেকে তদন্ত করা হবে। তখন দেখা যাবে ওই মহিলা কিভাবে আত্মরক্ষা করেন। এরপর বিষয়টি যাবে সাইবার ক্রাইম বিভাগের হাতে। বারুইপুর পুলিশ জেলার অধীন সাইবার ক্রাইম থানায় এই ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন রাজন্যা।এই ঘটনায় যাঁর বিরুদ্ধে পোস্ট করার অভিযোগ, তিনি বামমনস্ক বলে দাবি রাজন্যার। তিনি একজন মহিলা বলেও দাবি করেছেন তিনি। তৃণমূল নেত্রীর দাবি, আরজি করের নারী নির্যাতন নিয়ে যাঁর সুবিচার চাইছেন, তাঁদের মধ্যেই কেউ আর এক নারীর প্রতি অশালীন মন্তব্য করছেন। তিনি আরও জানিয়েছেন, শুধু তাঁর সম্পর্কেই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও কুরুচিকর পোস্ট করা হয়েছে। তিনি এর তীব্র প্রতিবাদ জানান। যদিও কোন পোষ্টের বিরুদ্ধে এই অভিযোগ তা এখনও স্পষ্ট নয়।