ঠিক ৮দিন আগে, গত শুক্রবার আর জি করে হসপিটালে ঘটে যায় এক মর্মান্তিক নির্মম ঘটনা। সেই ঘটনার প্রতিবাদে উত্তাল হয় সারা বাংলা। আর তারই প্রতিবাদের ঢেউ এবার বাংলাদেশে। ১৪ অগস্ট রাত দখলে নামে পশ্চিমবঙ্গের মেয়েরা। এবার সংহতির বার্তা এল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েরা ডাক দিল রাত দখল করো কর্মসূচির। ১৬ অগস্ট শুক্রবার রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে জমায়েতের ডাক দিয়েছিলো। সন্ত্রাস বিরোধী রাজু স্মারক ভাস্কর্যের সামনে জমায়েত হয়েছিল কয়েক হাজার মহিলা। সকলের মুখে সেই এক শ্লোগান – ‘উই ওয়ান্ট জাস্টিস।’
১৫ তারিখ থেকেই সমাজ মাধ্যমে প্রচার হয়েছে এই কর্মসূচির। সেখানে লেখা হয়েছিল -‘গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে পূর্বের প্রতিটি ধর্ষণ মামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এবং কলকাতার আরজি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে চলমান প্রতিবাদের সংহতিতে মেয়েরা রাত দখল করো।’ বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনকে পশ্চিমবঙ্গের যুব সমাজ সমর্থন জানিয়েছিল। এবার আর জি করের পাশে বাংলাদেশের মহিলারা। রাত ১০ টার অনেক আগেই ভিড় জমাতে শুরু করে। ওখানেও ছিল না কোনো রাজনৈতিক দলের ফেস্টুন। কোনো রঙ ছাড়াই প্রতিবাদে সামিল হয় সমস্ত মহিলা। বিশাল পুলিশের উপস্থিতিতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় মহিলাদের রাত দখল অভিযান।