Tuesday, January 21, 2025
Homeখবরআর জি কর কাণ্ডে বিস্ফোরক দেব

- Advertisment -

আর জি কর কাণ্ডে বিস্ফোরক দেব

 

দীর্ঘদিন দেব বিদেশে ছিলেন। বাবার অসুস্থতার খবর পেয়ে মঙ্গলবার কলকাতায় ফিরে আসেন। জানা যাচ্ছে এই মুহূর্তে তাঁর বাবা ভালো আছেন। শনিবার টলি পাড়ার সকলে অবস্থান বিক্ষোভে বসেছিলেন। সেখানে রুপা গাঙ্গুলির পাশে দেবকে দেখা যায়। তিনি দাবি জানান, আর সময় নেই, অনেক হয়েছে, এবার ৩০ দিনের মধ্যে অপরাধীকে শাস্তি দেবার জন্য আইন আনতে হবে। এর পরেই একজন প্রাজ্ঞ রাজনীতিকের মতো তিনি বলেন, ভারত সরকার রাতারাতি নোট বন্দি করতে পারেন, ২০০০ টাকার নোট বাতিল করে তা নিয়ে নিতে পারেন, ইডির হাতে বাড়তি ক্ষমতার দেওয়ার জন্য বিশেষ বিল আনতে পারেন। তাহলে এই জঘন্য ধর্ষণের অপরাধ বন্ধ করতে কেন অতি দ্রুত রাতারাতি বিল বা আইন প্রণয়ন করছে না ভারত সরকার? তিনি আরো বলেন,দেশে গত ১৪ দিনে ১৪০০ ধর্ষণ হয়েছে। অথচ অপরাধীরা আইনের ফাঁক গোলে বেরিয়ে যাচ্ছে। এবার দ্রুত কঠোর শাস্তির আইন আনতে হবে।

তিনি বলেন, আর জি কর কান্ড সমস্ত দেশকে নাড়িয়ে দিয়েছে। স্বাধীনতা আন্দোলনের পড়ে এতো বড়ো প্রতিবাদ আগে কোনোদিন হয় নি। সাধারণ মানুষ তথা মহিলাদের নিরাপত্তার জন্য যে প্রতিবাদ শুরু হয়েছে যত সময় যাচ্ছে সেই আন্দোলনকে রাজনৈতিক বিভিন্ন নেতারা নানাভাবে দখল করার চেষ্টা করছে। এতে আন্দোলনের যে চিত্র তা ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। এই আন্দোলন তখনই সার্থকতা রূপ পাবে যখন অফিসের একজন মহিলা থেকে শুরু করে মধ্যরাতে রেল ব্রিজ দিয়ে হেঁটে যাওয়া কোন একজন যুবতী কোন ভয় পাবে না। তিনি বলেন, এই সমস্যা সারা দেশের। তাই প্রধানমন্ত্রীর কাছে দেবের আবেদন, দ্রুত কঠোর আইন প্রণয়ন করে অপরাধীকে ফাঁসিতে ঝোলানোর ব্যবস্থা করুন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments