ভারতের উত্তর-পশ্চিমে পাকিস্তান আর পূর্বে বাংলাদেশ গাঁটছাড়া বেঁধে ভারত বিরোধী পরিকল্পনায় ব্যস্ত। গোপন সূত্রের খবর, বাংলাদেশের ৬ জন সেনাকর্তার একটি প্রতিনিধি দল ছয় দিনের পাকিস্তান সফর সেরে শনিবারই ঢাকায় ফিরেছে। এরপর পাকিস্তানের চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের সেনার প্রতিনিধি দল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছে। আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিকের নেতৃত্বে পাক প্রতিনিধি দল তিন দিনের সফরে ইতিমধ্যে একাধিক বৈঠক সেরেছে বলে খবর। স্বাভাবিক কারণেই মনে করার যথেষ্ট কারণ আছে যে তাদের আলোচনার কেন্দ্রে ছিল ভারত বিরোধিতা।
জানা যাচ্ছে,আইএসআই প্রধান ছাড়াও পাক প্রতিনিধি দলে রয়েছেন আইএসআই-এর ডিরেক্টর জেনারেল অ্যানালিসিস (ডিজি এ) মেজর জেনারেল শহিদ আমির আফসার, মেজর জেনারেল আলম আমির আওয়ান এবং এসএসজি-র কর্তা মহম্মদ উসমান লতিফ। বিশেষ বিমানে গত মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তাঁরা। বাংলাদেশের সেনাকর্তারা পাক সফর সেরে ফেরার পর সেই বিষয়ে জানানো হয়েছিল ইউনুস সরকারের তরফে। উল্লেখ্য, পাক সেনার তরফে সে দেশে সফরে যাওয়া বাংলাদেশি সেনাকর্তাদের ছবি প্রকাশ করার পরেই এই বিষয়ে মুখ খোলে বাংলাদেশ। যদিও পালটা ঢাকায় আইএসআই প্রধান-সহ পাক সেনাকর্তাদের সফর নিয়ে দুই দেশের মুখে কুলুপ। এই গোপনিয়তাই ভারতের উদ্বেগের কারণ হয়ে উঠছে। কিন্তু এই সফর নিয়ে ইউনুস সরকারের এতো গোপনীয়তা কেন? তাহলে কি তারা নতুন কোনো খেলার কথা ভাবছে!