Friday, March 21, 2025
Homeখবর‘I am the product of Movement’ - মেয়ো রোড থেকে হুঙ্কার মমতার

- Advertisment -

‘I am the product of Movement’ – মেয়ো রোড থেকে হুঙ্কার মমতার

 

আজ, বুধবার TMCP এর প্রতিষ্ঠা দিবস। সেই দিন বাংলা বনধ ডেকে বিজেপি TMCP অনুষ্ঠানকে বানচাল করতে চাইছে – এই অভিযোগ মঙ্গলবারই করেছিলেন তৃণমূল নেতৃত্ব। সেই প্রসঙ্গ টেনে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়ো রোড থেকে তীব্র হুঙ্কার দিলেন বিজেপিকে। তিনি বলেন,
‘আমি বাংলাকে অসম্মান করতে দেব না। আমায় অনেক গালাগালি দিয়েছেন। অনেক অসম্মান করেছেন। আমি অনেক ভেবেছি। আমি অশান্তি চাই না। তবে, কুৎসা অপপ্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি তাঁকে কামড়াবেন না। তবে ফোঁস তো করতে পারেন।’ তিনি কর্মীদের উদ্দেশ্যে বলে, ‘আপনারা ফোঁস করতে শিখুন।’ এর পরেই তিনি টেনে আনেন বাংলাদেশ প্রসঙ্গ। বলেণ, ‘কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ। বাংলায় যদি আগুন লাগান কোনও রাজ্যই থেমে থাকবে না। আপনার চেয়ারও টলোমোলো করবে।’ আজকে মুখ্যমন্ত্রী একদম সোজা ব্যাটে খেলেন। কোনো রাখঢাক না করেই বলেন, ‘কখনও কখনও মানুষকে সহ্য করতে হয়। এখনও সহ্য করছি। ধৈর্য্য ধরছি। সীমা ছাড়ালে আমি কী করতে পারি তা কেউ জানেন না আপনারা। কারণ ‘I am the product of Movement’।

এর পরেই তিনি সুর নরম করেন জুনিয়ার ডাক্তারদের প্রতি। খুবই শান্ত কন্ঠে বলেন, ‘আজও জুনিয়র ডাক্তারদের মিছিল আছে। আমি চাই ভালভাবে করুক। তবুও আমি বলব আমাদের অনেক মানুষ চিকিৎসা না পেয়ে মারা গিয়েছে। এরা গরিব লোক। বড়লোকরা প্রাইভেট হাসপাতালে ট্রিটমেন্ট করতে পারে। গরিবরা পারে না। ওরা কোথায় যাবে? আপনারা আন্দোলন করেছেন। আমি কোনও ব্যবস্থা নেব না। আমি আস্তে আস্তে বলছি আপনার এবার কাজে যোগদান করুন।’ তিনি নিজের দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, কখনোই উত্তেজিত হবেন না। রাগ, ক্রোধ সংবরণ করুন। কিন্তু অন্যায়ের প্রতিবাদও করুন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments