এটা আগেই আশা করা গিয়েছিল যে বুধবারের বনধ শান্তিতে হবে না। কারণ উন্মাদনা ছিল তুঙ্গে। সকাল থেকেই তার আভাস পাওয়া যাচ্ছিলো। উত্তপ্ত ভাটপাড়া। বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ বিজেপি নেতা অর্জুন সিংয়ের। বিজেপি নেতার দাবি, এরা হল তৃণমূলের গুন্ডা। বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বন্ধকে ঘিরে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ। তৃণমূল কর্মীদের মারে মাথা ফাটল দুই বিজেপি নেতার। মোট আহত ৫-৬ জন। বুধবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার শিবপুরে এলাকায়। জখম দুই বিজেপি কর্মীকে ভর্তি করা হয়েছে স্থানীয় রসিদপুর গ্রামীণ হাসপাতালে। এদিকে কলকাতার মুচিপাড়া বাজার উত্তপ্ত। রাস্তায় বেরিয়েছেন ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। বনধের সমর্থনে রাস্তায় নেমে যে সকল দোকান খোলা ছিল তা বনধের আর্জি জানান তিনি। এরপরই পথে নামে তৃণমূল। তৈরি হয় উত্তেজনা। মানুষ ছোটাছুটি করা শুরু করে। বেরিয়ে আসে তৃণমূল কর্মীরা।
অন্যদিকে বাঁকুড়াতে ব্যাপক গন্ডগোল হয়েছে। বাঁকুড়ার বড়জোড়ায় উত্তেজনা। বনধ সমর্থকদের সাথে পুলিশের বচসা। ধস্তাধস্তি। জোর করে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কে বড়জোড়া চৌরাস্তার মোড়র কাছে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করতে গেলে বিজেপি কর্মীদের রাস্তা থেকে সরানোর চেষ্টা করে পুলিশ। মানকুন্ডু স্টেশনের রেল অবরোধ ঘিরে ধুন্ধুমার। লাঠিচার্জ পুলিশের। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ। অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। সব মিলিয়ে পরিস্থিতি খুবই উত্তেজনাময়।