বুধবার TMCP র প্রতিষ্ঠা দিবস। সেই নিয়ে বড়ো অনুষ্ঠান আছে কলকাতা মেয়ো রোডে। সেখানে প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে আজকেই বিজেপির বাংলা বনধ। TMCP র সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কি বার্তা দেবেন ছাত্রযুবদের জন্য সেই দিকে তাকিয়ে আছে সবাই। সেই অবস্থায় মুখ্যমন্ত্রী তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করেন, ‘‘আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসটিকে আমি উৎসর্গ করছি আমাদের সেই বোনটিকে, যাঁকে আমরা কয়েক দিন আগে আরজি কর হাসপাতালে মর্মান্তিকভাবে হারিয়ে শোকাহত।’’ নির্যাতিতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আরও একবার দ্রুত বিচারের দাবিতে সরব হয়েছেন তৃণমূলনেত্রী।
তার পরেই তিনি নব প্রজন্মকে স্মরণ করিয়ে দেন, তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে। তিনি লিখেছেন, ‘‘ছাত্র-ছাত্রী, যুবক-যুবতীদের একটা বড় সামাজিক ভূমিকা আছে। সমাজ ও সংস্কৃতিকে জাগ্রত রাখার মধ্যে দিয়ে নতুন দিনের স্বপ্ন উপহার দেওয়া এবং চারপাশের সকলকে নতুন দিনের উজ্জ্বল ব্রতে উদ্বুদ্ধ করাই ছাত্র সমাজের কাজ।” সকলের আশা আজকে সেই বার্তাই হয়তো তিনি দিতে চলেছেন ওই সভা থেকে।