Saturday, December 14, 2024
Homeখবরমুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলেছে

- Advertisment -

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলেছে

 

বুধবার TMCPর প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের। তিনি বলেন, কোনও ব্যবস্থা আমি নিতে চাই না। ওরা ভাল করে পড়াশোনা করুক, এমনটাই চাই। কিন্তু আমি যদি কারও বিরুদ্ধে FIR করি, তার ভবিষ্যতটা নষ্ট হয়ে যাবে। সে আর কোথাও চান্স পাবে না। পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। আমরা সেটা চাই না বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই আক্রমন খুব সহজভাবে নিচ্ছেন না জুনিয়র ডাক্তাররা। তারা এই হুমকিকে চ্যালেঞ্জ হিসাবেই গ্রহণ করেছেন। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কর্মবিরতি চলবে।

এর আগে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের যে পরামর্শ দিয়েছেন তা তুলে ধরে কাজে ফেরার আহ্বান জানান। কিন্তু কাজে আসেনি। কর্মবিরতি চলছে আরজি কর সহ একাধিক সরকারি হাসপাতালে। ফলে প্রশ্নের মুখে চিকিৎসা পরিষেবা। অনেক সময় সরকারি হাসপাতালে এসে ডাক্তার না দেখেই রোগীদের ফিরতে হচ্ছে। এই অবস্থায় বুধবার মেয়ো রোড থেকে আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের প্রছন্ন হুমকি দেন পুলিশমন্ত্রী। এতে ক্ষুব্ধ জুনিয়র ডাক্তারেরা।

কর্মবিরতি চলবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন জুনিয়ার ডাক্তাররা। তবে গোটা পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার উচ্চ পর্যায়ের একটি বৈঠকে বসবেন আন্দোলনরত ডাক্তাররা। যেখানে গোটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা যাচ্ছে। এখন দেখার তাঁরা কোন পথে হাঁটেন!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments