আর জি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে উত্তরপাড়ার শক্তি সংঘ ক্লাস প্রথম সরকারি অনুদান ৮৫ হাজার টাকা ফেরৎ দেবার কথা ঘোষণা করে। তারপরে একে একে বেশ কিছু ক্লাব সেই টাকা গ্রহণ করবে না বলে জানিয়ে দেয়। এবার সেই তালিকায় নতুন সংযোজন – কলকাতার অন্যতম জনপ্রিয় ও বড় ক্লাব ‘মুদিয়ালি আমরা ক’জন’। শুক্রবার একটি বিবৃতি দিয়ে এই সিদ্ধান্ত জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ জানাতেই পুজোর সরকারি অনুদান না নেওয়ার সিদ্ধান্ত বলে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে। এই নিয়ে চারিদিকে শোরগল পরে গেছে। সরকার বেশ চিন্তিত। প্রধানত সরকারের বিরুদ্ধে ক্ষোভের কারণেই অনুদান প্রত্যাহার বলেই সবাই মনে করছে।
সূত্রের খবর, এর মধ্যে ওই ক্লাবের পক্ষ থেকে একাধিকবার এই বিষয় নিয়ে মিটিং করা হয়েছে। অবশেষে সর্বসম্মতভাবে তারা অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নেয়। শুক্রবার ‘মুদিয়ালি আমরা ক’জন’ ক্লাবের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, ‘ দুর্গাপুজোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের অনুদান আমরা গ্রহণ করছি না। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনার প্রতিবাদে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। ক্লাবের প্রেসিডেন্ট মহম্মদ মুক্তার এবং অন্য সদস্যরা এই সিদ্ধান্ত নিয়েছেন। সকলেই আরজি করের ঘটনায় ন্যায়বিচার চাইছেন। নির্যাতিতার পরিবারের পাশে আমরা রয়েছি।’ স্বাভাবিক কারণেই কপালে ভাঁজ পড়েছে সরকারের। বিশেষ করে এতো বড়ো একটা ক্লাবের এই সিদ্ধান্তে শঙ্কিত রাজ্য সরকার।