বিরোধী দলের নেতারা রসিকতা করে তৃণমূলকে ‘তোলা মূল কংগ্রেস’ বলে। এই অভিযোগ বিরোধীরা রাজনৈতিক স্বার্থেই করে। কিন্তু গত বছর খানিক ধরে এই বিষয় নিয়েই অভিষেক ব্যানার্জী বার বার করেই সাবধান করেছেন তাঁর দলের নেতা কর্মীদের। আর এবার রাজ্য পুলিশ ওই তোলা বাজির অভিযোগেই রাজারহাট নিউটনের তৃণমূল নেতা কৌশিক সরকারকে গ্রেফতার করলো।
কৌশিক সরকারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনেছিলেন দক্ষিণ দিনাজপুরের ব্যবসায়ী সুদীপ কুমার মন্ডল। তাঁর অভিযোগ, তার এক্সপোর্ট ব্যবসার কিছু সমস্যা হওয়ায় হঠাৎ করেই উপযাজক হয়ে এই কৌশিক সরকার তার সঙ্গে আলাপ করে। এক্সপোর্ট ও ইম্পোর্ট ব্যবসার সাহায্যের জন্য অভিষেক ব্যানার্জীর অফিসে নিয়ে যান, ও অভিষেক ব্যানার্জীর একাধিক চিঠি দেখিয়ে তাকে ইমপ্রেস করে। তারপরে তার কাছ থেকে মোট ২৫ লক্ষ টাকা ঘুষ নেন। কিন্তু কাজ কিছুই হয় না। অবশেষে সুদীপ কুমার মন্ডলের অভিযোগের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে শেকস্পিয়ার থানার পুলিশ কৌশিক সরকারকে গ্রেফতার করে। আজ তাকে আদালতে তোলা হবে।